স্বামী অ্যাডভোকেট সাইফুলকে হারিয়ে তারিনের চোখে এখন ঘোর অমানিশা
- আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব্যুরো
- ২৭ নভেম্বর ২০২৪, ০২:৪৮
অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি সাতকানিয়ায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতী ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে। পেশায় আইনজীবী এই তরুণ অত্যন্ত ভদ্র, বিনয়ী ও সমাজহিতৈষী হিসেবে এলাকায় পরিচিত। সাড়ে তিন বছর আগে বিয়ে করেন লোহাগাড়া সদর ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার কন্যা তারিনকে। আড়াই বছর আগে তাদের ঘর আলোকিত করে আসে একমাত্র সন্তান তাজকিয়া। অ্যাডভোকেট সাইফুলের ভগ্নিপতি কাজী মাওলানা বদরুদ্দিন সাদী জানিয়েছেন, তারিন এখন সন্তানসম্ভবা। গতকাল মঙ্গলবার একদল সন্ত্রাসী কেড়ে নিলো তার স্বামীর জীবন। ভেঙে খানখান হয়ে গেল সোনালী সংসার। প্রাণপ্রিয় স্বামীকে উগ্রসন্ত্রাসীরা গলাকেটে হত্যা করেছে এ খবর শোনার পর বেহুঁশ হয়ে গেছেন স্ত্রী তারিন। অ্যাডভোকেট সাইফুলরা ৫ ভাই ২ বোন। সাইফুল ছিলেন ৩য়। চট্টগ্রাম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাওশাদ আলী নয়া দিগন্তকে জানিয়েছেন, সহকর্মী সাইফুলকে সন্ত্রাসীরা বিনা উস্কানিতে ধরে নিয়ে গিয়ে রঙ্গম টাওয়ারের পেছনে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করে। পরে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে নয়া দিগন্তের সাথে কথা হয় অ্যাডভোকেট সাইফুলের পিতা ৭২ বছর বয়সী জামাল উদ্দিনের। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমি কখনো কল্পনা করিনি আমার ছেলে এভাবে আমার আগে চলে যাবে। আমার ছেলে তাহাজ্জুদগুজার ছিল। আমার ছেলে নিয়মিত নামাজি ছিল। বিনা অপরাধে আমার ছেলেকে তারা মেরে ফেলেছে। আমি আমার কলিজার টুকরো ছেলে হত্যার বিচার কার কাছে চাইব?
নিহত সাইফুলের আত্মীয় এম ইয়াছিন আরাফাত জানান, বাড়িতে বারবার মুর্ছা যাচ্ছেন সাইফুলের আম্মা। সাইফুলের বাড়ি নয় শুধু পুরো গ্রামজুড়ে চলছে মাতম। হতবিহ্বল হয়ে পড়েছেন এলাকাবাসী। ছাত্রজীবনে তুখোড় মেধাবী ছিলেন সাইফুল। জিপিএ ফাইভ পেয়ে দাখিল পাস করেছিলেন আধুনগর ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে। সেই মাদরাসার অধ্যক্ষ মাওলানা খালেদ জামিল জানিয়েছেন, আমাদের ছাত্র সাইফুল শুধু মেধাবি ছিল না, অত্যন্ত অনুগত ছাত্র ছিল। তাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করবেন বলেই হয়তো বহু গুণে গুণান্বিত ছিল সে। মাদরাসার সব শিক্ষকের কাছে প্রিয় ছাত্র ছিল সাইফুল।
সাইফুলের একমাত্র সন্তান আড়াইবছর বয়সী তাজকিয়া হয়তো এখনো জানে না, তার বাবা আর কখনোই বাড়ি ফিরবে না। হাতে খেলনা নিয়ে ঘরে ঢুকে পরম আদরে চুমোয় চুমোয় ভরিয়ে দিবে না তার গাল। একদিকে একমাত্র সন্তান তাজকিয়া, অন্য দিকে নিজেই ৭ মাসের সন্তানসম্ভবা। এর মধ্যে জীবন থেকে হারিয়ে গেল স্বামী সাইফুল। সব মিলিয়ে সাইফুলের স্ত্রী তারিনের চোখে এখন ঘোর অমানিশা। কী করবেন এখন তিনি। কী তার ভবিষ্যৎ। তার সন্তানদেরই বা কী হবে। এসব প্রশ্নের উত্তর জানা নেই কারোরই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা