ডেঙ্গুতে আরো ১০ জনের মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক
- ২৭ নভেম্বর ২০২৪, ০২:৪৬
ডেঙ্গুতে আবারো ১০ জনের মৃত্যু হলো। শীত বেড়ে গেলেও যেমন ডেঙ্গুর প্রকোপ কমেনি তেমনি ডেঙ্গুর মৃত্যুও কমানো যায়নি। অন্যান্য বছরের চেয়ে এবার নভেম্বরেই ডেঙ্গুতে মৃত্যুর পরিমাণ বেশি। আক্রান্তের সংখ্যাও অক্টোবরের মতো নভেম্বরে কাছাকাছি পর্যায়ে থাকতে পারে। গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত চলতি মাসে সারা দেশে ২৬ হাজার ৮৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অক্টোবরের ৩১ দিনে সারা দেশে ৩০ হাজার ৮৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।
চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু ভাইরাস তার দেহে কিছুটা পরিবর্তন করে নিয়েছে। ফলে অন্যান্য বারের মতো রোগীদের মধ্যে একটু ভিন্ন আচরণ লক্ষ করছেন চিকিৎসকরা। যে কারণে এবার নভেম্বরে বেশি মৃত্যু হয়েছে। সামনের ডিসেম্বরেও অনেক বেশি ডেঙ্গু রোগী থাকতে পারে বলে আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক ডা: মাহমুদুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, বৃষ্টি না থাকলেও ডেঙ্গুর প্রকোপ কমেনি। চিকিৎসার ব্যাপারটিতে আগের চেয়ে বেশি নজর দিতে হবে। তিনি সবার উদ্দেশে বলেন, জ্বর হলেই দ্রুত পরীক্ষা করে চিকিৎসা নিতে হবে। অবহেলা করলে রোগীর অবস্থা খারাপ হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। বেশি করে তরল পানের বিকল্প নেই। ফার্মেসির লোকদের কাছে না গিয়ে ডাক্তারের কাছে যেতে হবে সঠিক চিকিৎসক পেতে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা