২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
এজেন্সি মালিকদের সভা

হজযাত্রী নিবন্ধন ২ মাস বাড়ানোর দাবি

-

হজযাত্রী নিবন্ধন আরো দুই মাস বাড়ানোর দাবি জানিয়েছে বেসরকারি হজ এজেন্সি মালিকরা। এছাড়া এজেন্সি প্রতি হজযাত্রীর সর্বনিম্ন কোটা ১০০ করা এবং শুধুমাত্র বিমান টিকিটের টাকা নিয়ে হজযাত্রীদের নিবন্ধন করার সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন তারা।
গতকাল সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকরা আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব দাবি জানান। সংগঠনের আহ্বায়ক আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ অনুভিভাগ) মতিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মঞ্জুরুল ইসলাম, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ও হাবের সাবেক মহাসচিব লায়ন এম এ রশীদ সম্র্রাট। আরো বক্তৃতা করেন, হজ এজেন্সি মালিক তাজুল ইসলাম, রুহুল আমিন মিন্টু, নাজিম উদ্দিন প্রমুখ।
জানা যায়, ধর্ম মন্ত্রণালয়ের সময় অনুযায়ী আগামী ৩০ নভেম্বর হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে। কিন্তু এখনো সব হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন হয়নি। এজন্য দুই মাস সময় বাড়িয়ে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর দাবি জানিয়েছেন বেসরকারি হজ এজেন্সি মালিকরা।

 


আরো সংবাদ



premium cement