২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১০ কোটি টাকা শুল্ক-কর ফাঁকি দেয়া গাড়ি চট্টগ্রামে জব্দ

-

বিলাসবহুল নিশান সাফারি ব্রান্ডের একটি গাড়ি চট্টগ্রাম থেকে জব্দ করা হয়েছে। সোমবার নগরীর খুলশী এলাকার একটি ভবনের গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। গাড়িটির গায়ে নিশাল পেট্রোল লেখা থাকলেও গাড়িটি নিশান সাফারি বলে নিশ্চিত হন গোয়েন্দা কর্মকর্তারা। এতে ১০ কোটি টাকা শুল্ক কর ফাঁকি দেয়া হয়েছে বলে অধিদফতর থেকে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৫ মডেলের ৫৬০০ সিসির নিশান জিপ গাড়িটির গায়ে লেখা ‘নিশান পেট্রোল’। নিশান পেট্রোল হিসেবে ২০১৬ সালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে নিবন্ধন নেয়া হয়েছে। তবে গাড়ির চেসিস নম্বর দিয়ে অনলাইনে সার্চ করা হলে দেখা যায়, গাড়িটি ‘নিশান সাফারি’ ব্রান্ডের।
কাস্টমস গোয়েন্দার জিজ্ঞাসাবাদে গাড়ির বর্তমান মালিকের প্রতিনিধি মো: পারভেজ উদ্দিন গাড়িটির আমদানিসংক্রান্ত কোনো দলিলাদি উপস্থাপন করতে পারেননি। তিনি একটি হলফনামা উপস্থাপন করেন এবং তাতে লেখা আছে মো: ওসমান গনি মেঘনা সিডস ক্রাসিং লিমিটেডের কাছ হতে দেড় কোটি টাকায় গাড়িটি ক্রয় করেছেন, যাবতীয় কাগজপত্র বুঝে পেয়েছেন এবং সরকারি রাজস্বসংক্রান্ত কোনো জটিলতার উদ্ভব হলে তিনি তার সম্পূর্ন দায়দায়িত্ব বহন করবেন।
গাড়িটির নথিপত্র চেয়ে কাস্টম ও বিআরটিএ কর্তৃপক্ষের কাছে চিঠি দেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। বিআরটিএ থেকে লিখিতভাবে জানানো হয়, ঢাকা মেট্রো-ঘ-১৫-২৩২৪ নম্বর মোটরযানের মূল নথি খুঁজে না পাওয়ায় মোটরযানটির ছায়ালিপি এ মুহূর্তে পাঠানো সম্ভব হচ্ছে না।
কর্মকর্তারা জানান, গাড়িটির শুল্ক ফাঁকির অভিযোগে মালিকপক্ষের কাছে কারণ দর্শানো নোটিশ জারি করা হবে। নথিপত্র জমা দিয়ে সব ঠিক থাকলে খালাস নিতে পারবে মালিকপক্ষ।

 


আরো সংবাদ



premium cement