ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- নিজস্ব প্রতিবেদক
- ২৭ নভেম্বর ২০২৪, ০২:৪০
আমিনুল হককে আহ্বায়ক ও মো: মোস্তফা জামানকে সদস্যসচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বায়ক কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক হিসেবে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক (দপ্তরের দায়িত্ব পালন করবেন), মো: আক্তার হোসেন, মো: আতাউর রহমান চেয়ারম্যান, মো: গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মো: তুহিরুল ইসলাম তুহিন, মো: এম কফিল উদ্দিন, মো: আফাজ উদ্দিন, হাজী মো: ইউসুফ, মো: শাহ আলম ও মো: মাহাবুবুল আলম মন্টু। এ কমিটির সদস্য হিসেবে জায়গা পেয়েছেন মো: আনোয়ারুজ্জামান আনোয়ার, মো: এজিএম শামসুল হক, মো: আলী আকবর আলী, মো: এল রহমান, মো: মোজাম্মেল হোসেন সেলিম, মো: জাহাঙ্গীর মোল্লা, মো: শফিকুল ইসলাম শাহিন, মো: রেজাউর রহমান ফাহিম, অ্যাডভোকেট মো: নজরুল ইসলাম, ডা: এ কে এম কবির আহমেদ, মো: হুমায়ুন কবির রওশন, মো: জিয়াউর রহমান জিয়া, মো: আবুল হোসেন আব্দুল। সদস্য হিসেবে আরো জায়গা পেয়েছেন মো: আশরাফুজাহান জাহান, মো: হাফিজুল হাসান শুভ্র, মো: শামীম পারভেজ, মো: সালাম সরকার, মো: মনিরুল আলম রাহিমী, মো: আবুল কালাম আজাদ, মো: মাহাবুবুল হক ভূঁইয়া শাহিন, মো: সাজ্জাদ হোসেন মোল্লা, মো: ফারুক হোসেন ভূঁইয়া, মো: নাসির উদ্দিন, মো: আলী, মো: নুরুল হুদা ভূঁইয়া নুরু, মো: মোতালেব হোসেন রতন, মো: রফিকুল ইসলাম খান, মো: এ এস এম খালেদ সদস্য, মো: আহমেদ আলী, মো: ইব্রাহিম খলিল সদস্য (সহদপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করবেন), মো: সোহেল রানা, মো: মাহাবুবুর রহমান, মো: হান্নানুর রহমান ভূঁইয়া, মো: জাহেদ পারভেজ চৌধুরী ও তাসলিমা রিতা। উল্লেখ্য, এর আগে গত ৪ নভেম্বর আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্যসচিব করে ঢাকা উত্তর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। সেদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। তখন আরো চারজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়, তারা হলেন মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক। এদের মধ্যে আব্দুর রাজ্জাককে কমিটির দপ্তরের দায়িত্ব দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা