বন্ধ রয়েছে বেনাপোল থেকে দূরপাল্লার সব বাস চলাচল
- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ২৬ নভেম্বর ২০২৪, ০২:০৮
যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে চতুর্থ দিনের মতো দূরপাল্লার সব পরিবহন বাস বন্ধ রয়েছে। বাস মালিক সমিতি পূর্বঘোষণা অনুযায়ী গতকাল সোমবার সাতক্ষীরা থেকে ঢাকাগামী সব দূরপাল্লার বাস বন্ধ রেখেছে। এত দিন বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ভারত ফেরত অনেক পাসপোর্ট যাত্রী ১২ কিলোমিটার দূরে নাভারন সাতক্ষীরা মোড় থেকে সাতক্ষীরা রুটের গাড়ি ধরে বাড়ি ফিরছিলেন। কিন্তু গতকাল সোমবার থেকে সেটাও বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। এতে প্রতিদিন ভারত ফেরত শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়ছেন।
যাত্রীদের বাসে চেকপোস্টে না যেতে দিয়ে গভীর রাতে পৌর বাস টার্মিনালে নামাতে বাধ্য করার অভিযোগে শুক্রবার রাত থেকে বেনাপোলের দূরপাল্লার সব বাস বন্ধ রেখেছে মালিক সমিতি। বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘আমাদের দাবি-দাওয়া না মানায় পরিবহন মালিকরা গাড়ি এই রুটে চালাবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল থেকে সাতক্ষীরা রুটও বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।’
সাতক্ষীরা কে লাইন পরিবহনের জামতলা কাউন্টার প্রধান আনোয়ার হোসেন বিদ্যুৎ বলেন, বেনাপোলের সমস্যার সমাধান না হওয়ায় সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহনের সব বাস বন্ধ আছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা কোনো টিকিট বিক্রি করছি না।
বেনাপোলে যানজট নিরসনে পৌর বাস টার্মিনাল ব্যবহারে নির্দেশনা দেয় জেলা প্রশাসন। পরিবহন কর্তৃপক্ষ পৌর বাস টার্মিনাল ব্যবহারে সহমত পোষণ করে দিনের বাসগুলো ছাড়ছিল সেখান থেকেই। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধায় রাতের বাস চেকপোস্ট টার্মিনালে এসে যাত্রী নামিয়ে দিয়ে বাস যাচ্ছিল পৌর টার্মিনালে। এরই মধ্যে হঠাৎ করে ২২ নভেম্বর গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বাসের যাত্রী পৌর বাস টার্মিনালে নামিয়ে নেয়া হয়। বাস প্রবেশে দেয়া হয় বাধা। এরই প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা