রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর
- রাজশাহী ব্যুরো
- ২৬ নভেম্বর ২০২৪, ০২:০৭
দৈনিক প্রথম আলোর রাজশাহী অফিসের সাইনবোর্ড ভাঙচুর ও পত্রিকাটিতে আগুন দেয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরীর বোয়ালিয়া মডেল থানার অদূরে কুমারপাড়ায় অবস্থিত প্রথম আলোর রাজশাহী অফিসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন আলেম ওলামা ও তৌহিদি জনতা। নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রথম আলো অফিসে সামনে গিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা প্রথম আলো রাজশাহী অফিসের সাইনবোর্ড ভাঙচুর করেন এবং প্রথম আলোর কয়েকটি কপিতে আগুন দেন। এরপর আবার বিক্ষোভ মিছিল নিয়ে আলুপট্টিতে গিয়ে সমাবেশ করেন তারা। তবে ঘটনার সময় প্রথম আলোর রাজশাহী অফিস তালাবদ্ধ ছিল।
এ ব্যাপারে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, পত্রিকাটির সাইনবোর্ড ভাঙরের একটা ঘটনা ঘটেছে। তবে কেউ কোনো অভিযোগ দেয়নি। তার পরেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা