২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বেক্সিমকো শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ সেনা জিপ ভাঙচুর

-

গাজীপুরে বকেয়া বেতন না পেয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা সোমবার সকাল হতে ফের চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। বিকেলে তারা পার্শ্ববর্তী গ্রামীণ ফেব্রিক্স কারাখানার গেট ভাঙচুরের চেষ্টা চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা সেনাবাহিনীর একটি জিপ গাড়ির কাঁচভাঙচুর করে। বিকেল ৬টায় এ সংবাদ লেখার সময় পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিলেন।
কাশিমপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শ্রমিকদের মধ্যে ১০ শতাংশের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছিল। বাকি শ্রমিকরা তাদের বকেয়া বেতন না পেয়ে সোমবার সকাল সোয়া ৮টার দিকে মহাসড়ক অবরোধ করে। বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকরা স্থানীয় গ্রামীণ ফেব্রিক্স কারখানার গেটে ভাঙচুরের চেষ্টা চালায় এবং কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা সেনাবাহিনীর একটি জিপ গাড়ির লুকিং ও পেছনের কাচ ভাঙচুর করেছে। তিনি আরো বলেন, বিকেল ৬টা পর্যন্ত মহাসড়কে অবস্থান করছিল। কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

 


আরো সংবাদ



premium cement