২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্ত্রী-ছেলেসহ মতিউরের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট খারিজ

-

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো: মতিউর রহমান, স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশ যেতে ও আবার দেশে ফিরে আসার অনুমতি চেয়ে করা রিট খারিজ হয়েছে।
দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চেয়ে মতিউর ও তার স্ত্রী-ছেলে ওই রিট করেছিলেন। গতকাল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দেন।
এর আগে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ গত ২৪ জুন এক আদেশে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। এ আদেশের বৈধতা নিয়ে মতিউরসহ তিনজন রিট করেন। রিটে বিদেশে যেতে ও আবার দেশে ফেরার অনুমতি এবং বিদেশযাত্রায় ২৪ জুন দেয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত চাওয়া হয়।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শামীম হোসেন। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ও শফিকুর রহমান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির উপস্থিত ছিলেন।
আইনজীবী এস এম শামীম হোসেন বলেন, বিদেশে যেতে ও দেশে ফেরার অনুমতি চেয়ে তিনজন রিটটি করেছিলেন। তারা বিদেশে যাচ্ছেন না। যে কারণে রিটটি উপস্থাপন করা হয়নি। আদালত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। উল্লেখ্য, গত ঈদুল আজহার সময় এনবিআরের তৎকালীন সদস্য মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ১৫ লাখ টাকার ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। ছেলের বিলাসী জীবনযাপনের সূত্র ধরেই মতিউরের সম্পদের বিষয়টি আলোচনায় আসে।

 


আরো সংবাদ



premium cement