২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জাবিতে শিক্ষার্থীর মৃত্যু

অভিযুক্ত রিকশাচালকসহ ৩ সন্দেহভাজনকে পুলিশে সোপর্দ

-

ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আফসানা কারিম রাচির মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় অভিযুক্ত রিকশাচালক সন্দেহে একজনসহ আরো দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আটককৃতরা হলো রিকশাচালক আরজু মিয়া, ক্রেতা মো: মাসুদ ও দালাল মিলন মিয়া।
২৪ নভেম্বর দুপুরে ওই রিকশা চালককে বিশ্ববিদ্যালয়সংলগ্ন গেরুয়া এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। ওইদিন রাত দু’টায় আশুলিয়া থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, আমাদের তদন্ত কমিটি ঘটনার দিন উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীকে নিয়ে রিকশাটি প্রাথমিকভাবে শনাক্ত করে। পরে পুলিশ ও তদন্ত কমিটির সহায়তায় প্রাথমিকভাবে অভিযুক্ত রিকশা চালককে শনাক্ত করা গেছে। তাকে রোববার তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করেছে বলে জেনেছি। গতকাল দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ ও অন্যান্য সাক্ষ্যপ্রমাণ মিলিয়ে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি। তাকে এ ঘটনায় আগে বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মামলায় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সামনে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আহত হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান রাচি। এ ঘটনার বিচার দাবিতে আন্দোলন করে আসছিল তার সহপাঠীরা।


আরো সংবাদ



premium cement