২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ন্যাশনাল মেডিক্যালে হামলার প্রতিবাদ জানিয়েছে ড্যাব

-

পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে গত ১৮ নভেম্বর ডেঙ্গু শক সিনড্রমে অভিজিৎ হালদারের মৃত্যুকে কেন্দ্র করে গত ২৪ নভেম্বর অতর্কিত হামলা করে হাসপাতাল ও কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালায় বহিরাগত একটি সঙ্ঘবদ্ধ চক্র। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব। গতকাল সোমবার এই ঘটনায় যৌথ বিবৃতি দিয়েছেন ড্যাব সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ ও ডা: মো: আব্দুস সালাম।
নেতৃদ্বয় বলেন, এই হামলায় শতবর্ষী এই হাসপাতাল রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একইসাথে হাসপাতালে হামলার মতো নিন্দনীয় ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান তারা। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement