টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান
- নিজস্ব প্রতিবেদক
- ২৫ নভেম্বর ২০২৪, ০০:৫২
রোগ নির্ণয়ে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার কাজটি করে থাকেন মেডিক্যাল টেকনোলজিস্টরা। স্বাস্থ্যসেবায় অত্যাবশ্যক এ মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদেরই রাস্তায় নেমে দাবি আদায় করতে হচ্ছে। দাবিটি খুবই ন্যায্য কিন্তু এতোদিন হয়ে গেল তাদের ডেকে কথা বলার মতো সময় কর্তৃপক্ষের হয়নি। দাবি আদায়ের লক্ষ্যে গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ছয়দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মসিস্ট পরিষদের মহাসচিব মো: রিপন শিকদার। সাথে ছিলেন সংগঠনের সভাপতি মো: আব্দুস সামাদ, সিনিয়র সহসভাপতি মো: সোহেল রানা।
এতে বলা হয়, চলতি বছরের ৯ অক্টোবর থেকে পেশার উন্নয়নে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানে ছয়দফা বাস্তবায়নের দাবিতে নানা কর্মসূচি পালন করে। দাবিগুলোর অন্যতম হলো- মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পেশাগত দক্ষতা উন্নয়ন, মান নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য স্বতন্ত্র মেডিক্যাল টেকনোলজি ও ফার্মেসি পরিদফতর গঠন। এ ছাড়া ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণীর গেজেটেড) পদ মর্যাদা প্রদান করে আনুপাতিক হারে পদ তৈরি করে দ্রত নিয়োগ করার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ডিপ্লোমার বাইরে গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি করে চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা
তারা আরো দাবি করেন, ‘ঢাকার আইএইচটিকে বিশ^বিদ্যালয় রূপান্তর করে সব মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন এবং মেডিক্যাল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান ও ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে। বি-ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালুর দাবি করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা