হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত
- অর্থনৈতিক প্রতিবেদক
- ২৫ নভেম্বর ২০২৪, ০০:৫২
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের সব হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল রোববার বাংলাদেশের আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ) থেকে তাদের হিসাব জব্দ করা হয়েছে। বিএফআইইউ-এর নির্দেশনা পরিপালনের জন্য সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদেরকে চিঠি দেয়া হয়েছে।
ফাউন্ডেশনের ট্রাস্টি হিসেবে রয়েছেন হাসিনা-কন্যা সায়মা ওয়াজেদ, ডা: মাজহারুল মান্নান, মো: শামসুজ্জামান, জাইন বারী রিজর্ভ, নাজমুল হাসান ও অন্যান্য। প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখ করা হয়েছে, বাড়ি -৫৪, রোড-৫ (পুরাতন), ধানমন্ডি আবাসিক এলাকা। দ্বিতীয় ঠিকানা ৩য় তলা, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট বিল্ডিং রোড ৩২ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা। বিএফআইইউ-এর নির্দেশনায় বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ -এর ২৩(১) (গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সূচনা ফাউন্ডেশনের পরিচালিত সব হিসাবের লেনদেন ৩০ দিনের জন্যে স্থগিতকরণের নির্দেশনা দেয়া হলো। সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত সব হিসাবের হিসাব-সংক্রান্ত তথ্যাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু হতে হালনাগাদ লেনদেন বিবরণী) সংযোজিত এক্সেল শিট আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এ ইউনিটে পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা