২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ট্রাম্পের মন্ত্রিসভার সদস্য মনোনয়ন সম্পন্ন

-


যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার আগে এরই মধ্যে নিজের নতুন প্রশাসনের মনোয়নের কাজ শেষ করেছেন। সবশেষ গত শনিবার যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী হিসেবে ট্রাম্প তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্সকে মনোনয়ন দেয়ার মধ্য দিয়ে ১৫ সদস্যের নতুন মন্ত্রিসভা পূর্ণ করেছেন। ১৫ জন নতুন-পুরাতন রিপাবলিকান সমর্থক এবং অনুগতদের নিয়ে ট্রাম্প মন্ত্রিসভার সদস্য বাছাই পর্ব শেষ করেছেন।
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজের দায়িত্ব নেবেন ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসাবে, ব্রুক আমেরিকান কৃষকদের সুরক্ষা প্রচেষ্টার নেতৃত্ব দেবেন।’ থিঙ্ক ট্যাঙ্ক ‘আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট’-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রোলিন্স বহু বছর ধরেই ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী।

ট্রাম্পের প্রথম মেয়াদে অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক ছিলেন তিনি। এ ছাড়া রলিন্স হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে কৃষি উন্নয়নে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে আইনজীবী হিসাবে কাজ করেন। সিনেটের অনুমোদনের পর কৃষিমন্ত্রী হিসেবে রলিন্স খামারের ভর্তুকি, কেন্দ্রীয় সরকারের পুষ্টি কর্মসূচি এবং দেশের খামার, খাদ্য ও বনজশিল্পের অন্যান্য দিকগুলোর দেখভাল করবেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মধ্যে বাণিজ্য চুক্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

মন্ত্রিসভার সদস্য মনোনয়ন সম্পন্ন : রলিন্সকে মনোনয়নের মধ্য দিয়ে ট্রাম্পের মন্ত্রিসভার মনোনয়ন শেষ হয়েছে। তবে ১৫ জন সদস্যকে ট্রাম্প মনোনয়ন দিলেও সবার নিয়োগ চূড়ান্ত হতে সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। এবার সিনেটে রিপাবলিকান সদস্যরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ১৫ জন সদস্যরই অনুমোদন পাওয়ার সম্ভাবনা বেশি। তবে ট্রাম্প মন্ত্রিসভার বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদেই অভিজ্ঞতা যাচাই না করে কেবল তার অনুগতদের মনোনয়ন দিয়েছেন। এ সিদ্ধান্তের কারণে ট্রাম্পের বেশ কিছু মিত্র হতবাক হয়েছে। তুলেছে পক্ষপাতিত্বের প্রশ্ন। তবে তার এ বাছাই প্রক্রিয়া স্পষ্ট করে দিয়েছে, তিনি আমেরিকাকে তার নিজের মতো করে নতুনভাবে সাজানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।
রবার্ট কেনেডি জুনিয়র, স্বাস্থ্যমন্ত্রী : স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক মন্ত্রণালয়ের (এইচএইচএস) প্রধান হিসেবে নিয়োগ পাচ্ছেন রবার্ট কেনেডি জুনিয়র।
পাম বন্ডি, অ্যাটর্নি জেনারেল : যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন বিতর্কের মুখে পড়া ম্যাট গেটজ পদ থেকে সরে দাঁড়ানোর পর ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প।

পিট হেগসেথ, প্রতিরক্ষামন্ত্রী : প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন ৪৪ বছর বয়সী মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সংবাদ ভাষ্যকার পিট হেগসেথ।
লিন্ডা ম্যাকমোহন, শিক্ষামন্ত্রী : শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন লিন্ডা ম্যাকমোহন। তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তবে শিক্ষাক্ষেত্রে তার অভিজ্ঞতার অভাবের জন্য তিনি সমালোচিত হয়েছেন।
মার্কো রুবিও, পররাষ্ট্রমন্ত্রী : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওকে বেছে নিয়েছেন ট্রাম্প। মার্কো ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর।
স্কট ব্যাসেন্ট, অর্থমন্ত্রী : পরবর্তী প্রশাসনে অর্থমন্ত্রী পদে স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। তিনি করনীতি, সরকারি ঋণ, আন্তর্জাতিক অর্থায়ন, নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখভাল করবেন।

লোরি শাভেজ-ডিরেমার, শ্রমমন্ত্রী : শ্রমমন্ত্রী পদে ৫৬ বছর বয়সী লোরি শাভেজ-ডিরেমারকে বেছে নিয়েছেন ট্রাম্প। তিনি অরেগন থেকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নির্বাচিত সদস্য। ট্রেড ইউনিয়নগুলোর সমর্থন পেয়েছেন তিনি।
হওয়ার্ড লাটনিক, বাণিজ্যমন্ত্রী : বাণিজ্যমন্ত্রী পদে ৬৩ বছর বয়সী হওয়ার্ড লাটনিককে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের ট্রানজিশন টিমের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন লাটনিক। ট্রাম্পের ২০২০ ও ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় মূল তহবিল সংগ্রহকারী ছিলেন তিনি।
ডগ বারগাম, স্বরাষ্ট্রমন্ত্রী : নর্থ ডাকোটার গভর্নর ডগ বারগামকে ট্রাম্পের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেয়া হয়েছে।

স্কট টার্নার, আবাসন মন্ত্রী : আবাসন ও নগর উন্নয়নবিষয়ক মন্ত্রী পদে মনোনয়ন পেয়েছেন স্কট টার্নার।
ক্রিস্টি নোয়েম, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী : হোমল্যান্ড সিকিউরিটিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাউথ ডাকোটা রাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েম।
ক্রিস রাইট, জ্বালানিমন্ত্রী : লিবার্টি এনার্জির সিইও এবং প্রতিষ্ঠাতা ক্রিস রাইট জ্বালানি বিভাগ দেখাশুনা করবেন।
ডগলাস কলিন্স, ভেটেরান্স অ্যাফেয়ার্স মন্ত্রী : ডগলাস কলিন্সকে ভেটেরান্সবিষয়ক মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন ট্রাম্প। ৫৮ বছর বয়সী কলিন্স সর্বশেষ ২০২০ সালে জর্জিয়ার সিনেট আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
সন ডাফি, পরিবহনমন্ত্রী : পরিবহনমন্ত্রী হিসেবে মনোনয়ন পেয়েছে সাবেক উইসকনসিন কংগ্রেসম্যান সন ডাফি। তিনি একসময় মার্কিন গণমাধ্যম ফক্স নিউজে কাজ করেছিলেন।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল