আজিজুল হক কলেজে কনসার্টে ছুরিকাঘাতে যুবক খুন
- বগুড়া অফিস
- ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে ক্যাম্পাসের বাইরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার রাত ৯টার দিকে আজিজুল হক কলেজ ক্যাম্পাসের পাশে সেউজগাড়ী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। মেহেদী শহরের মালগ্রাম চাপপাড়ার রফিকুল ইসলামের ছেলে এবং পেশায় থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।
কলেজ সূত্রে জানা যায়, আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাসের খেলার মাঠে কনসার্টের আয়োজন করে শিক্ষার্থীরা। কনসার্ট কেন্দ্র করে কলেজ এলাকায় লক্ষাধিক তরুণ-তরুণী ও যুবক-যুবতীর সমাগম হয় । এরই মধ্যে রাত ৯টার দিকে কলেজের প্রধান গেটের সামনে একদল যুবক ঘিরে ধরে মেহেদীকে ছুরিকাঘাত করলে পেটের নাড়িভুঁড়ি বের হয়। প্রচুর রক্তক্ষরণে সে মারা যায়।
বগুড়া সদর থানার ওসি এ কে এম মাইনুদ্দিন জানান, সন্ধ্যায় আজিজুল হক কলেজে কনসার্ট শুরু হয় । এরপর রাতে সেখানে মেহেদী নামের একজন ছুরিকাহত হন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এর কারণ জানা যায়নি।
এদিকে কনসার্ট উপভোগ করতে বগুড়া জেলা ও তার আশপাশের জেলার বিভিন্ন এলাকা থেকে বিকেল থেকে ব্যাপক সংখ্যক তরুণ তরুণী জমায়েত হয়। এক পর্যায়ে খেলার মাঠ ও ক্যাম্পাস ছেড়ে তরুণ তরুণীরা কলেজের সামনের রাস্তায় অবস্থান নেয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা