ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৮৬৬
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৫
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২ নভেম্বর একদিনে ১০ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। চলতি বছর একদিনে এটাই ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৬ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৪৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় সারা দেশে আক্রান্তদের মধ্যে মোট ৬৩ হাজার ১৬৫ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। একই সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৮ হাজার ৭২৯ জন।
কীটতত্ত্ববিদরা বলছেন, ডেঙ্গু বাহিত এডিস মশা নিয়ন্ত্রণে প্রচলিত পদ্ধতি সঠিক নয়। এ পদ্ধতি পরিবর্তন করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক উপদেষ্টা অধ্যাপক মোজাহেরুল হক এবং জাতীয় প্রতিষেধক ও সামাজিক শিক্ষা প্রতিষ্ঠানের (নিপসম) কিটতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক গোলাম ছারোয়ার পৃথকভাবে জানিয়েছেন, মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত বর্তমান পদ্ধতি আর কাজ করবে না। আরো বৈজ্ঞানিক উপায়ে মশা নিয়ন্ত্রণে কাজ করতে হবে। মশা নিয়ন্ত্রণে জন সম্পৃক্ততা অবশ্যই থাকতে হবে। যে এলাকায় মশা আছে, সেই এলাকার মানুষ জানে কোথায় কোথায় মশা জন্মাতে পারে। শুধু কীটনাশক দিলেই হবে না, তাদের সম্পৃক্ত করে মশা উৎপাদনের স্থান ধ্বংস করতে হবে। এটা শুধু একদিন করলেই হবে না, কিছু দিন পর পরই করতে হবে। সেজন্য কিছু মানুষকে স্বেচ্ছাসেবক হিসেবে নিতে হবে এবং তাদের কাজের মূল্যায়ন হিসেবে তাদের পুরস্কৃত করতে হবে।
এ ছাড়া অধ্যাপক গোলাম ছারোওয়ার বলেন, যে এলাকার মানুষ ডেঙ্গু নিয়ে হাসপাতালে আসবেন সে এলাকা চিহ্নিত করে এর চার পাশে ফগিং, লার্ভিসাইডিং করে প্রাথমিকভাবে মশা মেরে ফেলতে হবে। এরপরই এলাকার মানুষকে উদ্বুদ্ধ করতে হবে যেন তারা স্বেচ্ছাভিত্তিতে নিয়মিতভাবে মশা জন্মানোর স্থানগুলো ধ্বংস করে দেয়।
শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যে ১০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে চারজন ঢাকা দক্ষিণের হাসপাতালে, উত্তরের হাসপাতালে একজন, বরিশাল বিভাগে তিনজন, সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে যে ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগের হাসপাতালে ৬২১ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, খুলনা বিভাগে ৮১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে দুইজন এবং সিলেট বিভাগের হাসপাতালগুলোতে পাঁচজন রয়েছেন।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে এবং নতুন করে ডেঙ্গু নিয়ে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
মারা যাওয়া নারীর নাম মর্তুজা বেগম (৩৮)। তিনি বাঁশখালীর নাপোড়া এলাকার বাসিন্দা। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান। মর্তুজা বেগমের ছেলে মো: ফারুক বলেন, ১০ দিন আগে তার মায়ের জ্বর আসে। এরপর বাড়িতে চিকিৎসা করানো হয়। অবস্থা খারাপ হয়ে গেলে বৃহস্পতিবার চমেক হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তার মৃত্যু হয়।
নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন, সামরিক হাসপাতালে চারজন ও জেনারেল হাসপাতালে পাঁচজনকে ভর্তি করা হয়। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৮৭ জন। মারা গেছেন ৪০ জন। সবচেয়ে বেশি ১৫ জন মারা গেছেন চলতি মাসে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা