আর কোনো ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় বসতে দেয়া হবে না : সারজিস আলম
- বরিশাল ব্যুরো
- ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৪
আর কোনো ফ্যাসিস্টকে রাষ্ট্রক্ষমতায় বসতে দেয়া হবে না জানিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জুলাই আন্দোলনে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের কথা না বলে তাদের রাজনীতিতে পুনর্বাসনের কথা বলা হচ্ছে। আমরা মনে করি, যারা এসব বলেন, তারাও ফ্যাসিস্টদের দোসর। তিনি বলেন, যে নবজাতক শিশু জন্ম নেয়ার আগেই বাবা হারাল, তাকে আমরা কী জবাব দেবো? আমার অনেক বোন বিয়ে হওয়ার কয়েক দিন পর স্বামী হারিয়েছেন। তাদের সারা জীবন কিভাবে কাটবে।
শনিবার দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বরিশাল বিভাগের শহীদ ৭৯ জনের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়।
সারজিস আলম বলেন, আমরা সহজে সব ভুলে যাই, ১৬ বছরের অত্যাচার ভুলে যাই, গুম, খুন, হত্যা ভুলে যাই। কিন্তু এ দেশের ছাত্রসমাজ এবার আর ভুল করবে না। আমরা সব হত্যার বিচার নিয়েই ঘরে ফিরবো।
খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতাটাকে আষ্টেপৃষ্ঠে ধরে রেখেছিলেন উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এই সমন্বয়ক বলেন, যেখানে গেছেন, সেখানেই তার পরিবার নিয়ে কান্নাকাটি করেছেন। তার পরিবারের সদস্যরাই মানুষ আর এই দুই হাজারজন মানুষ না! এদেরকে খুন করার সময় তার বুকটা একটুও কাঁপেনি।
সারজিস বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে আমরা পাঁচ লাখ টাকা করে চেক দিচ্ছি। এটা মাত্র শুরু, কেউ যেন মনে না করেন এটাই শেষ। তাদের যত দিন যা কিছু প্রয়োজন, সেই যৌক্তিক চাহিদা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সেটা শুধু আর্থিক সহযোগিতা দিয়ে নয়, সেটা শহীদ পরিবারের একজনকে চাকরি দিয়ে হোক, তাদের পুনর্বাসনের মাধ্যমে হোক কিংবা সম্মানির ব্যবস্থা করে হোক। এক কথায়, দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেক পরিবারের পুনর্বাসনের জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, বরিশালের সিভিল সার্জন মারিয়া হাসান, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা