বাংলাদেশের সাথে যৌথ ব্যবসা কাউন্সিল গঠনে আগ্রহী আলজেরিয়া
- কূটনৈতিক প্রতিবেদক
- ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৪
বাংলাদেশের সাথে যৌথ ব্যবসা কাউন্সিল গঠনে আগ্রহী আলজেরিয়া। এ ছাড়া দেশটি দ্রুততম সময়ে পররাষ্ট্র সচিব পর্যায়ের নিয়মিত বৈঠকসহ (এফওসি) দ্বিপক্ষীয় ম্যাকানিজমগুলো এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে বৈঠকে বাংলাদেশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওহাব সাইদানি এ আগ্রহের কথা জানান।
বৈঠকে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পানিসম্পদ ও কৃষি ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার ওপর বিশেষ জোর দেয়া হয়। এ ছাড়া দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত সাইদানি পররাষ্ট্র সচিবকে তার সাম্প্রতিক নিয়োগের জন্য অভিনন্দন জানান। তিনি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের দীর্ঘদিনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা