সশস্ত্রবাহিনী জাতির গর্বের অনুপ্রেরণার : মাসুদ সাঈদী
- ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৩
পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ১৯৭১ সালে সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিত হয়েছিল জনতার সাথে। সেই ঐতিহাসিক সম্পর্ক অর্থাৎ জনতা ও সশস্ত্র বাহিনীর পারস্পরিক সুসম্পর্ক আমাদের বর্তমান প্রজন্মের জন্য একটি উদ্দীপক বিষয়। জাতির প্রয়োজনে অর্পণ করা কঠিন দায়িত্ব পালনে সশস্ত্রবাহিনীর নিষ্ঠা ও আন্তরিকতা অনন্য। দেশ রক্ষার জন্য প্রশিক্ষণ আর জনগণের জন্য ভালোবাসা এ দু’টি বিষয় কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের সশস্ত্রবাহিনীর দেশপ্রেম। সশস্ত্রবাহিনীর প্রতিটি সদস্য দেশপ্রেম, পেশাদারিত্ব এবং উন্নত নৈতিকতার আদর্শে উজ্জীবিত হয়ে তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করে যাচ্ছে, যা এ দেশ ও জাতির জন্য গর্বের, আমাদের জন্য অনুপ্রেরণার।
সশস্ত্রবাহিনী দিবস ’২৪ উপলক্ষে সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, সশস্ত্রবাহিনী আমাদের গর্বের প্রতিষ্ঠান। আমাদের মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শান্তিপ্রিয় জাতি হিসেবে আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক আমাদের দেশের শান্তিশৃঙ্খলার জন্যই প্রয়োজন। পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সুশিক্ষিত ও পেশাদার সশস্ত্রবাহিনী থাকাটা অন্যতম শর্ত।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এডিসি (শিক্ষা) সেলিম হোসেন, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সিনিয়র পেটি অফিসার (অব:) মোস্তাফিজুর রহমান, সশস্ত্রবাহিনী পরিষদের সভাপতি সার্জেন্ট (অব:) মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা