২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাঘায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

-

রাজশাহী বাঘা উপজেলায় স্থানীয় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৩ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মনিগ্রাম গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমানের আমবাগানে তার লাশ দেখতে পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য তার লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত আনিসুর মনিগ্রাম ইউনিয়নের তুলশীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
নিহতের স্ত্রী পারভিন বেগম জানান, শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে মনিগ্রাম বাজারে যান আনিসুর। কিন্তু রাতে বাড়ি না ফেরায় আত্মীয়স্বজনসহ গ্রামের বিভিন্ন জায়গায় তার খোঁজ করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। এরপর শনিবার (২৪ নভেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন যে, ওই আমবাগানে তার স্বামীর গলাকাটা লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান।
পরিবার ও এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক গণমাধ্যমকে জানান, আনিসুর একজন সহজ-সরল মানুষ ছিলেন। নিহতের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বিবাহিত বড় মেয়ে আল্পনা খাতুন ডিভোর্সের কারণে বর্তমানে তার বাড়িতে আছেন। মেজ মেয়ে মদিনা খাতুনের বয়স সাত বছর এবং ছেলে সোহাগ হোসেনের বয়স এক বছর। কিন্তু কৃষক আনিসুর হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত এবং কেন তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সে সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য মেলেনি। তবে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আপাতত লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।

 


আরো সংবাদ



premium cement