কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কার্যক্রম স্থগিত
- ২৪ নভেম্বর ২০২৪, ০২:২২
বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ২০১৪ সালের ৭ এপ্রিল নয়াপল্টন শ্রমিকদল কার্যালয়ে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে গঠিত হয়। কমিটি তৎকালীণ শ্রমিক নেতা দলের সভাপতি বর্তমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও তৎকালীণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মরহুম জাফরুল হাসান অনুমোদিত হয়ে লেবার ডাইরেক্টর অফিসে জমা হয়। গত ১৯/০১/২০১৪ইং তারিখে শ্রম পরিদফতরে পত্র নং-আরটিইউ-৮১ (অংশ-২)/ ১৫-এর পত্র মোতাবেক নির্বাচন সংক্রান্ত কাগজপত্রসহ জমা দেয়া হয়। যা শ্রম অধিদফতরে রক্ষিত বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নথিতে লিপিবদ্ধ হয়েছে। কমিটির সভাপতি মো: আবদুল হালিম, কার্যকরী সভাপতি ফয়েজ উদ্দিন আহেমদ, সাধারণ সম্পাদক নাসিম আহম্মদ চৌধুরী ও অতিরিক্ত সাধারণ সম্পাদক মিরাজ হোসেন গং নির্বাচিত হন। আওয়ামী লীগ পিরিয়ডে নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের ওপর অনেক জুলুম ও অত্যাচার হয়। সভাপতি আবদুল হালিমকে বান্দরবন ও সেক্রেটারি নাসিমকে সুনামগঞ্জে বদলি করা হয়। বদলিকৃত কর্মস্থলে তাহারা অনেকে অত্যাচারিত হয়।
গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে কার্যকরী সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ ও অতিরিক্ত সাধারণ সম্পাদক মিরাজ হোসেন পরস্পর যোগসাজসে নিজেদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করে অবৈধভাবে সিবিএ দাবির মাধ্যমে কার্যক্রম শুরু করে।
তাদের কার্যক্রম বন্ধ করার জন্য বৈধ সভাপতি আবদুল হালিম সাধারণ সম্পাদক নাসিম আহাম্মদ চৌধুরী কেন্দ্রীয় শ্রমিক দলের বরাবরে আপত্তি উত্থাপন করিলে শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস এ ব্যাপারে তদন্ত করার জন্য কেন্দ্রীয় শ্রমিক দলের অর্থ সম্পাদক ও জনতা ব্যাংকের সভাপতি রফিক সাহেবকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেন। এই ব্যাপারে অবৈধ কার্যক্রম স্থগিত করার জন্য স্বঘোষিত সভাপতি ফয়েজ উদ্দিন আহাম্মেদ ও স্বঘোষিত সাধারণ সম্পাদক মিরাজ হোসেনকে গত ২২-১০-২০২৪ইং তারিখে অ্যাডভোকেট এ কে এম বাশার কর্তৃক একটি নোটিশ দেয়া হয় এবং গত ৫-১১-২০২৪ইং তারিখে মতিঝিল থানায় একটি জিডি করা হয়। তদন্ত রিপোর্ট শেষ হয়ে শ্রমিক দলের সিদ্ধান্ত না আসার আগেই স্বঘোষিত নেতারা ২০-১১-২০২৪ইং তারিখে এক নোটিশের মাধ্যমে ২৪-১১-২০২৪ইং তারিখে প্রতিনিধি সম্মেলনের ডাক দেয়। সম্মেলনের মাধ্যমে অবৈধ নতুন কমিটি ঘোষণা ষড়যন্ত্রের বিষয়টি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের গোচরীভূত হলে তিনি জনতা ব্যাংকের সভাপতি ও তদন্ত্রকারী কর্মকর্তার মাধ্যমে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যক্রম শ্রমিক দল কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা