জমিয়তের একাংশের সভাপতি রায়পুরীর ইন্তেকাল
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ নভেম্বর ২০২৪, ০২:২২
জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশের) সভাপতি ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার রাতে মৌলভীবাজারের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
গতকাল বেলা ২টায় মৌলভীবাজার জেলার কনকপুরে নিজ বাড়িসংলগ্ন মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হয়। এর আগে জোহরের নামাজের পর মাওলানা রায়পুরীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের দ্বিতীয় ছেলে মাওলানা সালেহ আহমদ সোহাইল। জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
মনসুরুল হাসান রায়পুরী অসুস্থ হয়ে প্রায় মাসখানেক হাসপাতাল এবং মৌলভীবাজারের নিজগৃহে চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। মরহুমের বাবা শায়েখ হাবিবুর রহমান রায়পুরী ছিলেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের মহানায়ক শাইখুল ইসলাম সাইয়েদ হোসেন আহমদ মাদানীর ঘনিষ্ঠ শিষ্য ও খলিফা। মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ব্যক্তিগত জীবনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা ওবায়দুল হকের জামাতা।
শোক : তার ইন্তেকালে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
জামায়াত আমির : মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেন, জীবদ্দশায় তিনি ছিলেন ইসলামের একজন নিষ্ঠাবান খাদেম এবং একজন দক্ষ সংগঠক। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের তামাম নেক খেদমতকে কবুল করুন, ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। তার প্রিয়জন-আপনজন ও সহকর্মীদেরকে আল্লাহ তায়ালা সবরে জামিল আতা করুন।
মির্জা ফখরুল : ১২ দলীয় জোটের নেতা ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় তিনি বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দ্বীনি আলেম মরহুম আল্লামা মনসুরুল হাসান গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। একজন প্রসিদ্ধ ইসলামী পণ্ডিত হিসেবে তিনি সর্বজন শ্রদ্ধেয়। ন্যায় ও ইনসাফের পক্ষে সব সময় তিনি সোচ্চার ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, আল্লামা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে দেশ একজন গুণী আলেমকে হারাল, এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। শোকবার্তায় তিনি আল্লামা মনসুরুল হাসান রায়পুরীর রূহের মাহফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
১২ দলীয় জোট : মাওলানা শায়খ মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে ১২ দলীয় জোট শীর্ষ নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। নেতারা বলেন, ঘটনাবহুল রাজনৈতিক জীবনের অধিকারী রাজনৈতিক সহযোদ্ধা এবং সফল ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী একজন মহান রাজনৈতিক ব্যক্তিত্ব ও জাতীয় নেতাকে হারালাম। দেশবাসী তাকে দীর্ঘকাল স্মরণ রাখবে। নেতারা মরহুমের রূহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় স্বাক্ষর দানকারীরা হলেন ১২ দলীয় জোট প্রধান ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মো: ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আবদুর রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপির) চেয়ারম্যান ফিরোজ মো: লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা