বিত্তবানদের শিক্ষার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান বেতাগী সমিতির
- ২৪ নভেম্বর ২০২৪, ০২:২১
বেতাগী উপজেলা কল্যাণ সমিতি, ঢাকার শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সমাজের বিত্তবানদের শিক্ষার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। ঢাকার জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে গত শুক্রবার বিকেলে বেতাগী সমিতির ঢাকা আয়োজিত অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: জিয়াউল কবির দুলু। অনুষ্ঠান উদ্বোধন করেন সরকারের সচিব হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিচারপতি এ এন এম বসির উল্ল্যাহ। প্রধান বক্তা ছিলেন ডা: সুলতান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা গাজী আ: রহমান, আবুল হাসেম, আবদুস সামাদ, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মোহাম্মদ আলতাফ হুসাইন, জয়নাল আবেদীন খান, সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক মো: হেলাল মিয়া, শিক্ষাবৃত্তি প্রদান উপ-কমিটির আহ্বায়ক মো: সেলিম মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বেতাগী উপজেলার ৩০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে সমিতির সভাপতি মো: জিয়াউল কবির দুলু, এলাকার সার্বিক উন্নয়নের জন্যই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেতাগী উপজেলাবাসীদের মধ্য থেকে সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানান। সভায় সাবেক এমপি অধ্যাপক হুমায়ূন কবির হিরুর মৃত্যুতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা