দেশের মানুষ শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি : মুফতি ফয়জুল করিম
- ভোলা প্রতিনিধি
- ২৪ নভেম্বর ২০২৪, ০২:২১
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশের মানুষ শুধু একটা নির্বাচনের জন্য আন্দোলন ও সংগ্রাম করেনি। তারা নিজেদের মুক্তির ও অধিকার ফিরে পেতে এবং বৈষম্যহীন বসবাসের জন্য জীবন ও রক্ত দিয়েছে। একদল এ সুযোগে আবারো জুলুম, অত্যাচার, অবিচার, নির্বিচারে হত্যা, মিথ্যা মামলা, দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে।
গতকাল ভোলার চরফ্যাসন বাজারের ফ্যাসন স্কয়ারে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের আয়োজিত ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, আইয়ুব খানের শাসন থেকে খালেদা জিয়া ও শেখ হাসিনার শাসন দেখেছি। বহু শাসক দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন দেখিনি। ইসলামী হুকুমত কায়েম হলে আগামী ১০ বছরের মধ্যে পুরো দেশের মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে। মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে ও স্বাধীনতা পাবে। বাংলাদেশের প্রতিটি নাগরিক সে যে ধর্মেরই হোক না কেন, সম-অধিকার নিয়ে বসবাস করবে।
নতুন নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, জুলুম, অত্যাচার-অবিচার, পেশিশক্তির ব্যবহার ও অবৈধ টাকার ছড়াছড়ি বন্ধের জন্য সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।
এ ছাড়াও বর্তমান পল্লী বিদ্যুতের চলমান অস্থিরতা ও বৈষম্য দূর করে সেখানে স্বস্তি ফিরিয়ে আনতে জ্বালানি উপদেষ্টার প্রতি অনুরোধ জানান তিনি। সেই সাথে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগের পাশাপাশি ভোলার গ্যাস দিয়ে বরিশাল বিভাবে শিল্পকারখানা গড়ে তোলার দাবি জানান।
ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহা. সিরাজুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা