ডা: মুহাম্মদ যাকারিয়াকে বদলির আদেশে ড্যাবের প্রতিবাদ
- ২৪ নভেম্বর ২০২৪, ০২:২১
বৈষম্যের শিকার ডা: মুহাম্মদ যাকারিয়া রানাকে শাস্তিমূলক বদলির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদ ও মহাসচিব ডা: মো: আব্দুস সালাম। গতকাল শনিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ডা: মুহাম্মদ যাকারিয়া রানা বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের স্বাস্থ্য প্রশাসন দ্বারা ১৫ বছরে মোট ১১ বার বদলির সম্মুখীন হয়েছেন এবং তাকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। ডা: মুহাম্মদ যাকারিয়া রানা এম এস কোর্সে চান্স পেলেও তাকে লাইব্রেরিতে যেতে নিষেধ করা হয়। পরবর্তীতে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজে এনেসথেসিয়ায় ডিপ্লোমা কোর্সে সুযোগ পেলেও তাকে পরীক্ষায় ফেল করানো হয় এবং তিনি ইউএইচএফপিও থাকাকালীন তার জন্য নির্ধারিত গাড়িটিও স্বাচিপের চিকিৎসকদের নামে বরাদ্দ করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের পর যেখানে বৈষম্যের শিকার চিকিৎসকদের ন্যায্য দাবি আদায়ে সবাই সচেষ্ট তখন স্বাস্থ্য প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা স্বাস্থ্যসেবা বিভাগ শাস্তিমূলক বদলির আদেশ প্রদান করে তাকে চট্টগ্রাম পোর্ট ক্লিয়ারেন্স অফিসে যোগদান করতে অফিস আদেশ জারি করে যা খুবই ন্যক্কারজনক ঘটনা।
ড্যাব নেতৃদ্বয় বলেন, অতিসত্বর ডা: মুহাম্মদ যাকারিয়া রানাকে এই বৈষম্যমূলক বদলির অর্ডার বাতিল করে তার যোগ্যতা অনুযায়ী কাক্সিক্ষত পোস্টে পদায়ন এবং প্রশাসনের যেসব কর্মকর্তা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। অন্যথায় বৈষম্যের শিকার সব চিকিৎসকদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ড্যাব। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা