২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বহুমাত্রিক জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ছাড়া ডেঙ্গুর ভয়াবহতা ঠেকানো সম্ভব নয়

সেমিনারে বিশেষজ্ঞরা
-

বহুমাত্রিক ব্যবস্থাপনা ছাড়া ডেঙ্গুর ভয়াবহতা ঠেকানো সম্ভব হবে না। গত বৃহস্পতিবার এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত ৫ম মাসিক সভায় বৈজ্ঞানিক অধিবেশনে উপস্থাপিত গবেষণাপত্রে ডেঙ্গুর ভয়াবহতারোধে বহুমাত্রিক জনস্বাস্থ্য ব্যবস্থাপনার কথা তুলে ধরা হয়। অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. মো: সিদ্দিকুর রহমান খানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) এন্টোমোলোজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: গোলাম ছারোয়ার। ‘ম্যানেজমেন্ট অব এডিস মসকিটো: হলিস্টিক পাবলিক হেলথ এপ্রোচেস’ শিরোনামে উপস্থাপিত গবেষণা প্রবন্ধে বাংলাদেশে বর্তমান ডেঙ্গুর পরিস্থিতি, ডেঙ্গুর বাহক এডিস মশার ঘনত্ব, প্রজনন স্থল এবং মশকের প্রচলিত দমন পদ্ধতি বিশেষ করে শুধুমাত্র বিষাক্ত কীটনাশকের যথেচ্ছা ব্যবহারের ক্ষতিকারক ও অকার্যকর দিক বিশদভাবে তুলে ধরা হয়। অধ্যাপক গোলাম ছারোয়ার বলেন, কেবল একটি বাদ্যযন্ত্র দিয়ে যেমন মধুর-সুর তোলা সম্ভব নয়, শুধুই বিকট শব্দদূষণ হবে তেমনি একটি মাত্র দমন পদ্ধতি ব্যবহার করে কখনই মশক দমনে সফলতা সম্ভব নয়। সফলতা পেতে অবশ্যই বহুমাত্রিক ব্যবস্থাপনা প্রয়োজন। পরিবেশবান্ধব ও টেকসই ব্যবস্থাপনার মধ্যে বিষাক্ত পদার্থের সর্বনিম্ন ব্যবহার এবং জৈবিক উপাদানের সবোর্”চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করতে হবে। ব্যবহৃত বিষাক্ত কীটনাশক মানুষসহ অন্যান্য জীব এবং পরিবেশের ওপর বিষক্রিয়ার প্রভাব রাখে তা থেকে কীভাবে মুক্ত থাকা যায় তা নিয়েও আলোচনা করা হয়।

 


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল