বহুমাত্রিক জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ছাড়া ডেঙ্গুর ভয়াবহতা ঠেকানো সম্ভব নয়
সেমিনারে বিশেষজ্ঞরা- নিজস্ব প্রতিবেদক
- ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫০
বহুমাত্রিক ব্যবস্থাপনা ছাড়া ডেঙ্গুর ভয়াবহতা ঠেকানো সম্ভব হবে না। গত বৃহস্পতিবার এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত ৫ম মাসিক সভায় বৈজ্ঞানিক অধিবেশনে উপস্থাপিত গবেষণাপত্রে ডেঙ্গুর ভয়াবহতারোধে বহুমাত্রিক জনস্বাস্থ্য ব্যবস্থাপনার কথা তুলে ধরা হয়। অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. মো: সিদ্দিকুর রহমান খানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) এন্টোমোলোজি বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: গোলাম ছারোয়ার। ‘ম্যানেজমেন্ট অব এডিস মসকিটো: হলিস্টিক পাবলিক হেলথ এপ্রোচেস’ শিরোনামে উপস্থাপিত গবেষণা প্রবন্ধে বাংলাদেশে বর্তমান ডেঙ্গুর পরিস্থিতি, ডেঙ্গুর বাহক এডিস মশার ঘনত্ব, প্রজনন স্থল এবং মশকের প্রচলিত দমন পদ্ধতি বিশেষ করে শুধুমাত্র বিষাক্ত কীটনাশকের যথেচ্ছা ব্যবহারের ক্ষতিকারক ও অকার্যকর দিক বিশদভাবে তুলে ধরা হয়। অধ্যাপক গোলাম ছারোয়ার বলেন, কেবল একটি বাদ্যযন্ত্র দিয়ে যেমন মধুর-সুর তোলা সম্ভব নয়, শুধুই বিকট শব্দদূষণ হবে তেমনি একটি মাত্র দমন পদ্ধতি ব্যবহার করে কখনই মশক দমনে সফলতা সম্ভব নয়। সফলতা পেতে অবশ্যই বহুমাত্রিক ব্যবস্থাপনা প্রয়োজন। পরিবেশবান্ধব ও টেকসই ব্যবস্থাপনার মধ্যে বিষাক্ত পদার্থের সর্বনিম্ন ব্যবহার এবং জৈবিক উপাদানের সবোর্”চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করতে হবে। ব্যবহৃত বিষাক্ত কীটনাশক মানুষসহ অন্যান্য জীব এবং পরিবেশের ওপর বিষক্রিয়ার প্রভাব রাখে তা থেকে কীভাবে মুক্ত থাকা যায় তা নিয়েও আলোচনা করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা