২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিদ্যুৎ সমস্যা সমাধানে নবায়নযোগ্য জ্বালানির প্রতি গুরুত্ব উপদেষ্টার

-

অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ সমস্যা সমাধানে নবায়নযোগ্য জ্বালানির প্রতি গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন,‘রিনিউয়েবল এনার্জি (নবায়নযোগ্য জ্বালানি) একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করব’।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী পল্লীবিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে আরইবি ও পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা বলেন, ‘আমাদের বিদ্যুতের যে সমস্যা, এটি আসলে বিদ্যুতের সমস্যা না। সমস্যাটা হচ্ছে জ্বালানির। আমাদের গ্যাস ক্রমাগত কমে যাচ্ছে। এর ফলে আমরা প্রায় ছয় হাজার কোটি টাকার এলএনজি আমদানি করি’।
রিনিউয়েবল এনার্জি ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন,‘সূর্যের আলো আমাদের কিনতে হয় না। কিন্তু গ্যাস-কয়লা বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয়। এজন্য সৌর বিদ্যুৎ এবং অন্যান্য রিনিউয়েবল এনার্জি, যদি বায়ো-বিদ্যুতের সুযোগ থাকে কিংবা যদি হাইড্রো পাওয়ারের সুযোগ থাকে- সেগুলো আমাদের জন্য সুবিধাজনক’।
পল্লীবিদ্যুৎ কর্মকর্তাদের উদ্দেশে নির্ভরশীলতা কমানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন,‘আপনারা মর্ডানাইজেশন প্রজেক্ট করার পাশাপাশি এ এলাকার চারটি পল্লীবিদ্যুৎ সমিতিতে অন্তত ৫০ করে দুইশত মেগাওয়াটের প্রকল্প স্থাপন করতে পারলে আর কারো ওপর নির্ভর করতে হবে না’।


আরো সংবাদ



premium cement
প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল

সকল