লেবানন থেকে আরো ৮২ বাংলাদেশী ফিরেছেন
- নিজস্ব প্রতিবেদক
- ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫০
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে একটি ফ্লাইটে দেশে ফিরেছেন ৮২ প্রবাসী বাংলাদেশী। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তারা দেশে ফেরেন। এদের মধ্যে ৭৬ জন প্রবাসীকে সরকারি খরচে এবং ছয়জনকে আইওএমের অর্থায়নে ফেরত পাঠানো হয়।
দেশে ফেরত আসা ৭৬ জন বৈরুতের বাংলাদেশ দূতাবাসে এবং অন্য ছয়জন আইওএমের কাছে নিবন্ধন করেছিলেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যে গতকাল পর্যন্ত ১১টি ফ্লাইটে লেবানন থেকে ৬৯৭ জন বাংলাদেশী ফেরত এসেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যাবর্তনকারীদের বিমানবন্দরে স্বাগত জানানো হয়। এ সময় তাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন এবং খোঁজখবর নেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা