ইনার হুইল ক্লাব অব উত্তরার উদ্যোগে স্বাস্থ্যসেবা
- ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫০
ডায়াবেটিসকে না বলুন- এই স্লোগানে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন বয়সী অর্ধশত মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছে ইনার হুইল ক্লাব অব উত্তরা ডিস্ট্রিক্ট-৩২। সংগঠনটির উদ্যোগে বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে উত্তরাতে বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষা, ব্লাডপ্রেসার পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়েছে। উত্তরার ১৩ নম্বর সেক্টরে গত ১৪ নভেম্বরের এই আয়োজনে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব উত্তরা ডিস্ট্রিক্ট-৩২৮ এর প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন, সেক্রেটারি গুলসান নাসরীন চৌধুরী, সংগঠনের সাবেক প্রেসিডেন্ট কাজী আসমা হক। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও আয়োজনে উপস্থিত ছিলেন। চিকিৎসক হিসেবে ছিলেন ডাক্তার আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, অসচেতনতার কারণে আমাদের দেশে অসংক্রামক রোগ বাড়ছে। ডায়বেটিস নিয়ন্ত্রণে আনা সম্ভব নিজেরা সচেতন হলেই। আর ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুসারে, বিশ্বে প্রায় ৪২ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ডায়াবেটিস রোগী উদ্বেগজনক হারে বাড়ছে। এ ক্ষেত্রে বাংলাদেশের চিত্র আরো ভয়ঙ্কর। সারা বিশ্বে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসে আক্রান্ত। বর্তমান বাংলাদেশে প্রতি ১০০ জনে প্রায় ১৪ জন প্রাপ্তবয়স্ক মানুষ (২০-৭৯ বছর) ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মধ্যে প্রতি দু’জনে একজন জানে না তার ডায়াবেটিস আছে। বাংলাদেশে প্রায় ২০ হাজারের বেশি শিশু ডায়াবেটিস আক্রান্ত যাদের গড় বয়স ১০ থেকে ১২ বছর। আর ২০১৯ সালে বাংলাদেশে দুই লাখ ৭৩ হাজার মানুষ হৃদরোগজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেছে, যার ৫৪ শতাংশের (৫১ শতাংশ পুরুষ, ৫৮ শতাংশ নারী) জন্য দায়ী উচ্চ রক্তচাপ। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা