২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে

-

শরীয়তপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক ইতালি প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল মাদবরের ছোটভাই সাজ্জাদ হোসেন কাজল মাদবরের বিরুদ্ধে। ঘটনার সময় ভেঙে ফেলা হয়েছে নির্মাণাধীন সীমানা প্রাচীর।
এ ঘটনায় আহত ওই নারী থানায় অভিযোগ দিলে উল্টো তাকে নানা হুমকি ও হয়রানি করা হচ্ছে। ভুক্তভোগী নারী ছামিয়া আক্তার আয়শার পক্ষে তার পরিবার গতকাল ঢাকায় এসে এ অভিযোগ করেন।
গত ১৩ নভেম্বর ডামুড্যা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পরদিন ভুক্তভোগী নারী ছামিয়া আক্তার আয়েশা (৩৭) ডামুড্যা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর পরিবার জানান, ডামুড্যা পৌরসভার বাসিন্দা আয়েশার স্বামী মনির বেপারি একজন ইতালি প্রবাসী। তিনি আর তার স্বামী মিলে কয়েক বছর আগে পাঁচ শতাংশ জমি কেনেন। তার পাশেই রয়েছে ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল মাদবরের জমি। বেশ কয়েক বছর যাবত রুবেল মাদবরের সাথে ছামিয়া আক্তারের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে।

১৩ নভেম্বর ছামিয়া তার জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় রুবেলের ছোট ভাই কাজল কাজ জোরপূর্বক বন্ধ করে দেয়। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় জোরপূর্বক একটি ঘরের মধ্যে ঢুকিয়ে ভুক্তভোগী নারী ছামিয়াকে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে আটকে রাখে। পরে ভুক্তভোগী নারীর ভাই আছাদ মিয়া খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তার বোন ছামিয়াকে উদ্ধার করে।
ভুক্তভোগী ছামিয়া আক্তার আয়েশা বলেন, অনেক কষ্ট করে তিল তিল করে টাকা জমিয়ে এই জমিটুকু কিনেছেন। এর জেরে রুবেল মাদবরের ছোট ভাই তাকে মারধর করে। একটি ঘরের মধ্যে ঢুকিয়ে কাজল মাদবর তার সহযোগীদের নিয়ে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে।
ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান জানান, ছামিয়া আক্তার আয়েশা নামে এক নারী মৌখিকভাবে আমাদেরকে জানিয়েছেন কাজল মাদবর নামে একজন তার নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে এবং তাকে মারধর করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে কাজল মাদবর বলেন, আমি কারো গায়ে হাত দেইনি। আমি কোর্ট শেষ করে বাড়ি যাওয়ার পথে দেখি তারা কাজ করতাছে তখন তাদের জিজ্ঞেস করলে কথা কাটাকাটি হয়।
উল্লেখ্য, জানুয়ারি মাসে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নুসরাত জাহান তন্বী নামে এক নারী ডাক্তারকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগে জেল খাটেন কাজল মাদবরের ভাই ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল মাদবর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবর।

 


আরো সংবাদ



premium cement