২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম

-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের নতুন সভাপতি (সাময়িক) হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মো: জাহিদুল ইসলাম।
শুক্রবার বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে গত ২০ নভেম্বর বিভাগের ২২ জন শিক্ষকের মধ্যে ২১ জনই স্বাক্ষরিত পত্রে অনাস্থা, আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর অভিযোগ দেন। পরে তাকে বিভাগের সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক মো: জাহিদুল ইসলামকে সাময়িকভাবে বিভাগের সভাপতির দায়িত্ব দেয়া হয়।
২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সা’দ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ১৯৯৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক ও ১৯৯৬ সালে স্নাতকোত্তর পাস করেন। এরপর তিনি ২০০৪ সালে একই বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
২০০২ সালে তিনি তাফসির আল বায়জাবিতে ব্যবহৃত আরবি কবিতা; প্রেক্ষাপট ও তাৎপর্য বিশ্লেষণ বিষয়ে পিএইচডি লাভ করেন। ৩০টির বেশি প্রবন্ধ দেশী-বিদেশী জার্নালে প্রকাশিত হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল