২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরাগে মা ও শিশুর শরীরে এসিড নিক্ষেপ

-

রাজধানীর তুরাগ কামারপাড়ায় বাসায় ঢুকে দুই বছরের শিশু ও তার মায়ের শরীরে এসিড নিক্ষেপ করেছে এক দুর্বৃত্ত। এসিডদগ্ধরা হলেন সাথী রানী হালদার (৩৬) ও বিজয়িনী হালদার (২)। এ সময় সাথীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে ওই দুর্বৃত্ত।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের দু’জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: শাওন বিন রহমান জানান, শিশু ও তার মাকে বিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের দু’জনের শরীরই এসিড দগ্ধ হয়ে। মাথা, মুখমণ্ডলসহ শিশুটির ২০ শতাংশ ও তার মা সাথীর ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। দু’জনের অবস্থাই গুরুতর।
দগ্ধ সাথীর দেবর অশ্বিনী হালদার জানান, মেয়ে বিজয়িনীকে নিয়ে বাড়ির কিছুটা অদূরে সেলুনে চুল কাটাতে যান সাথী। চুল কাটানো শেষে বাসায় ফিরছিলেন। তখন এক যুবক তার পিছু নেয়। বাসার গেটের সামনে পৌঁছালে ওই যুবক তাকে জিজ্ঞেস করে, রফিক নামে কাউকে তিনি চেনেন কি না। সাথী পেছন দিকে ঘুরে তাকাতেই তার মুখমণ্ডলে এসিড নিক্ষেপ করে সাথীর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় সে। এ সময় কোলে থাকা শিশুটিও এসিডদগ্ধ হয়।

 


আরো সংবাদ



premium cement
বিদেশী কম্বলের ভিড়ে কমেনি লেপ-তোষকের কদর শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তত আছে : পুতিন নেশন্স লিগের শেষ আটে কে কার মুখোমুখি হবে মুরাদনগরে পিঠা পুলি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা যুদ্ধ বন্ধে ট্রাম্পের সাথে বসতে চান পুতিন মাদকের টাকার জন্য মাকে হত্যা, থানায় আত্মসমর্পণ ছেলের আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভারতীয় অর্থনীতি-রাজনীতিতে যে প্রভাব ফেলবে বিচ্ছেদে খুশি নন সায়রা-রহমান কেউই! তবুও কেন হলো অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে বর্ণবৈষম্য, আদানির বিরুদ্ধে অভিযোগ মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন'

সকল