বাংলা লোকবাদ্যযন্ত্রের প্রদর্শনী শুরু সোমবার
- সাংস্কৃতিক প্রতিবেদক
- ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩৭
রাজধানীতে আগামী সোমবার শুরু হচ্ছে অবকল্প এর আয়োজনে নিরাময়ের ঐকতান শিরোনামে বাংলা লোকবাদ্যযন্ত্রের প্রদর্শনী। আলিয়জ ফ্রঁসেজে পাঁচ দিনব্যাপী এই আয়োজনে থাকছে বাদ্যযন্ত্র প্রদর্শনের পাশাপাশি বাদ্যযন্ত্র বাদন প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা, সেমিনার, বাউল গান, মৌলিক গান, পালা ও বিচ্ছেদ এবং গানে গানে মরমি শিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এ ছাড়াও প্রদর্শিত হবে বাদ্যযন্ত্র নির্মাণবিষয়ক প্রামাণ্যচিত্র।
আয়োজকরা জানান, ১৮ সালে তরুণ সঙ্গীত গবেষক মোহাম্মদ জাকির হোসেন অবকল্প প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য বাংলা সঙ্গীতবিষয়ক গবেষণার পাশাপাশি সঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো নিয়ে নিবিড় নিরীক্ষা ও নতুনভাবে যন্ত্রগুলো সংস্করণ ও সংরক্ষণ করা। প্রচলিত যন্ত্র তৈরির প্রক্রিয়ার সাথে তার গবেষণা যুক্ত হয়ে বাদ্যযন্ত্রগুলোর যে অভিনব রূপ লাভ করেছে তারই প্রদর্শনে এই আয়োজন।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে পালা ও বিচ্ছেদ: আবুল কাশেম বয়াতী, আজাদুল ইসলাম রাজা। কর্মশালা: বাংলা ঐতিহ্যবাহী তার বাদ্যযন্ত্র, মোহাম্মদ জাকির হোসেন বাদ্যযন্ত্র বাদন পরিবেশনা ও প্রশ্নোত্তর পর্ব। গান আড্ডা ও মোস্তাফিজুর রহমান মিঠুর কণ্ঠে আব্দুল আলীমের গান। বাদ্যযন্ত্রে চিত্রাঙ্কন, সেমিনার। কালজয়ী লোকসঙ্গীত স্রষ্টা ও শিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও কর্মশালা: লোকবাদ্যযন্ত্র প্রাথমিক প্রশিক্ষণ। মোহাম্মদ জাকির হোসেন প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ নানান আয়োজন থাকছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা