২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু

-

সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। একই সাথে দেশের বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলোও ঢাকায় আসতে শুরু করে। গতকাল বিকেল ৪টা ১০ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়।
ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধের কারণে যাত্রী ও ট্রেনের নিরাপত্তা বিবেচনায় নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ গতকাল সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেন।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু হয়। বিলম্বে থাকা জামালপুর এক্সপ্রেস ট্রেন প্রথম স্টেশন ত্যাগ করে। এছাড়া বিলম্ব হয়েছে একতা, কিশোরগঞ্জ, জয়ন্তীকা ও অগ্নিবীণা এক্সপ্রেসের। সেগুলোও পর্যায়ক্রমে ছেড়ে যাবে। তিনি জানান, অটোরিকশা চালকরা রেললাইনের ওপর অবরোধ করে আন্দোলন করছেন। ফলে নিরাপত্তার স্বার্থে সকাল ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। যতক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল ততক্ষণ কোনো ট্রেন স্টেশন থেকে ছেড়ে যায়নি এবং আসেওনি। ঢাকামুখী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করেছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় স্টেশনে আগত যাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হয়।
গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সাথে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এরপরই ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনে নামে ব্যাটারিচালিত রিকশা চালকরা।


আরো সংবাদ



premium cement