২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কোনো সরকারেরই সংবিধান পরিবর্তন করার অধিকার নেই : উপদেষ্টা হাসান আরিফ

-

কোনো সরকারেরই সাংবিধানিক অধিকার নেই সংবিধানকে সংশোধন করার বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেন, এটা একমাত্র পারে সংসদ।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘সংবিধান প্রণয়নে জন অংশগ্রহণ : অন্তর্ভুক্তিমূলক-গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। ‘পঞ্চম আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব ২০২৪’-এর সমাপনী অনুষ্ঠানে এমন আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ডিবেটিং ক্লাব ‘ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাব’।
তিনি বলেন, একটা ধারণা বোধ হয় প্রচার করা হচ্ছে যে, অন্তর্বর্তীকালীন সরকার বোধ হয় সংবিধান সংশোধন করবে। আসলে কোনো সরকারেরই কোনো অধিকার নেই, সাংবিধানিক অধিকার নেই সংবিধানকে সংশোধন করার। এটা একমাত্র পারে পার্লামেন্ট। আগামীতে যে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্ট সংশোধন করবে। প্রশ্ন হলো তারা কী সংশোধন করবে? তাদের সামনে জনগণের যে প্রত্যাশা, যে দাবি, যে আকাক্সক্ষা সেটাই এখন বিভিন্নভাবে কমিশনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। শুধু তাই নয় তারা একটি খসড়া দেবেন, রিকমেন্ডেশন দেবেন, সাজেশন দেবেন। আগামীতে যারা পার্লামেন্ট গঠন করবেন তাদের সামনে একটি নাগরিক চার্টার হিসেবে থাকবে (সংবিধানের খসড়াটি)। তারা সেগুলোকে বাস্তবায়ন করবেন। তাদের নিজস্ব চিন্তাধারার মাধ্যমে যে খসড়া বা সাজেশন দেয়া হয়েছে তার মধ্যে তারা আরো নতুন নতুন অনেক কিছু আনতে পারবেন।
অনুষ্ঠানে তিনি বাংলাদেশে আন্তঃধর্মীয় সংস্কৃতি নেই বলে যা বলা হয় এর চেয়ে পশ্চিম দিকে সূর্য উঠেছে বলা বোধ হয় আরো সহজ বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন, আইনের ইতিহাস গবেষক রাশেদ রাহম ও জাতীয় নাগরিক কমিটির সদস্য মো: মিরাজ মিয়া। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক ও বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো: ইলিয়াছ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আবু সায়েম, ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের মডারেটর ড. আব্দুল্লাহ আল মাহমুদ, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার, সাধারণ সম্পাদক আদনান মুস্তারি ও ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের সভাপতি রাগীব আনজুম।


আরো সংবাদ



premium cement