বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ঢাকায় গ্রেফতার ৪
- নিজস্ব প্রতিবেদক
- ২১ নভেম্বর ২০২৪, ০১:৩১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এদের মধ্যে রাজধানীর পল্লবী এলাকায় আন্দোলনে আকরাম খান রাব্বি হত্যা মামলায় তিন আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। তারা হলেন- শাহিদ (৩৫), মো: ফারুক হোসেন (৪৫) ও মোহাম্মদ জলিল বেপারী (৪৫)। অপরদিকে আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা-মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগের খিলগাঁও ২ নং ওয়ার্ড সেক্রেটারি মো: সোহাগকে (২৩) গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।
ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মাদ তালেবুর রহমান বলেন, গত ১৯ জুলাই পল্লবী থানার মিরপুর-১০ আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করে আকরাম খানকে হত্যা করার মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে বাউনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, এদিকে একই রাতে খিলগাঁও আবাসিক এলাকার পল্লীমা স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খিলগাঁও ২ নং ওয়ার্ড সেক্রেটারিকে গ্রেফতার করা হয়। গত মঙ্গলবার রাতে খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকা থেকে গ্রেফতার করা হয়। চারজনকে হামলা ও হত্যা মামলার অভিযোগে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিসি তালেবুর রহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা