জাবিতে শিক্ষার্থী নিহতের ঘটনায় শোক দিবস ঘোষণা
- জাবি প্রতিনিধি
- ২১ নভেম্বর ২০২৪, ০১:৩১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রিকশার সাথে সংঘর্ষে শিক্ষার্থী আফসানা করিমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রশাসন তাৎক্ষণিক এক কর্মকর্তাকে বহিষ্কার ও শোক দিবস পালন করেছে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশ ও বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে জানানো হয়, এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার (এস্টেট-১) আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার স্থলে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাশেমকে সাময়িকভাবে এস্টেট অফিসের দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী শোক দিবস পালন করা হয় এবং সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকে। পাশাপাশি পরিবহন অফিসের সব বাস-গাড়ি বন্ধ থাকে।
এ বিষয়ে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি। আজকের দিনটিকে শোক দিবস হিসেবে পালন করা হবে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও শৃঙ্খলা আনতে উদ্যোগ নেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা