২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সহিংস পন্থায় কোনো বিক্ষোভই দমন করা উচিত না : মার্কিন মুখপাত্র

-

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, বাংলাদেশসহ বিশ্বের সব দেশে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার যুক্তরাষ্ট্র সমর্থন করে। কোনো বিক্ষোভই সহিংস পন্থায় দমন করা উচিত না।
গতকাল মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে সহিংস আক্রমণ, নারীদের ওপর প্রকাশ্যে হামলা, সংখ্যালঘুদের ওপর আক্রমণ, সাংবাদিকদের কারাগারে প্রেরণ ও গণমাধ্যমের প্রবেশাধিকারে হস্তক্ষেপ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সমালোচকদের মতে, ছাত্রদের বিল্পব বাংলাদেশকে পেছন দিকে টেনে নিয়ে যাচ্ছে, যেখান থেকে এর যাত্রা শুরু হয়েছিল। এই ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে আপনাদের যোগাযোগ রয়েছে কিনা?
জবাবে মিলার বলেন, বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতোই বাংলাদেশ সরকারের কাছে পরিষ্কার করা হয়েছে যে, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করি। কোনো সরকারেরই শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংস পন্থায় দমন করা উচিত না।
সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের মধ্যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি বাদ দেয়ার চেষ্টা করছেন। এ ব্যাপারে আপনার কিছু বলার রয়েছে কিনা?
উত্তরে মুখপাত্র বলেন, বিষয়টি খতিয়ে দেখে এ ব্যাপারে আমার কিছু বলার থাকলে পরে জানাব।

 


আরো সংবাদ



premium cement