সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে
- নিজস্ব প্রতিবেদক
- ২০ নভেম্বর ২০২৪, ০৩:৩৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ।
আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তার আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
কামরুল ইসলাম আদালতে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তিনি বলেন, ‘নিউ মার্কেট এলাকা আমার অধীনে নয়। ওই এলাকার এমপি আমি না। এ মামলায় আমাকে ৫৬ নম্বর আসামি করা হয়েছে। আমার নামটি হয়তো শেষ মুহূর্তে ভুলে এজাহারে লিখে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে আমি কোনো ভূমিকায় অংশ নিইনি। আমাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হইচই শুরু করলে কামরুল ইসলাম বলেন, এই দিন দিন নয়, আরো দিন আছে। সব দিন তো একরকম যায় না। সামনে ভালো দিন আসবে।
তখন আদালতে উপস্থিত আইনজীবীরা আরো ক্ষিপ্ত হন। পরে আদালত কামরুল ইসলামের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৮ নভেম্বর রাতে তাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা