চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু
- চট্টগ্রাম ব্যুরো
- ১৯ নভেম্বর ২০২৪, ০১:২৫
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেলেন ৩৯ জন। সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া দুইজন হলেন- ওমর ফারুক (২০) ও শাবানা (৩০)। এর মধ্যে ওমর ফারুক বান্দরবানের লামা এলাকার এবং শাবানা সন্দ্বীপ উপজেলার বাসিন্দার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়–য়া জানান, মারা যাওয়া দুইজনই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন ছিলেন। গতকাল সোমবার তারা মারা যান।
সিভিল কার্যালয়ের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে ২৫ জনই ভর্তি হয়েছেন চমেক হাসপাতালে। বাকি ১০ জনের মধ্যে চারজন বিভিন্ন উপজেলা হাসপাতালে ও ছয়জন বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা