সিলেটের কানাইঘাটে বন্ধুর হাতে ছাত্রদল নেতা খুন
- সিলেট ব্যুরো
- ১৯ নভেম্বর ২০২৪, ০১:২৪
সিলেটের কানাইঘাটে বন্ধুর হাতে খুন হয়েছেন এক ছাত্রদল নেতা। তার নাম মুমিন সরকার (১৮)। পৌরসদরের ধনপুর গ্রামের তাজউদ্দিনের ছেলে ও পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসদরে পয়েন্টে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত রাজু আহমদ পালিয়ে যায়। সে দুর্লভপুর গ্রামের মরহুম জাফর মিয়ার ছেলে। ছাত্রদলের রাজনীতির সাথেও জড়িত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুমিন ও রাজু দুই বন্ধু। এর মধ্যে মুমিন একটি খাদ্যপণ্য কোম্পানির বিক্রয় প্রতিনিধি ও রাজু স্থানীয় বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী। কিছুদিন আগে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগে। পূর্ব বিরোধের জেরে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসদরে পয়েন্টে আল-আমিন ফার্মেসির সামনে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলো রাজু পালিয়ে যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা