১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ন ১৪৩০, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত

১০ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে চালু হচ্ছে এমসিকিউ পরীক্ষা

-


জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিতে আবারো ফিরছে পরীক্ষা। দীর্ঘ ১০ বছর পর এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে ভর্তিচ্ছুদের মেধা যাচাই করার মাধ্যমে ভর্তি করবে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ। এর আগে ২০১৩/১৪ শিক্ষাবর্ষে সর্বশেষ ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া চালু ছিল। কিন্তু পরবর্তীতে এই পরীক্ষা বাতিল করা হয়। তবে গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আবারো পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র জানায়, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই অধিভুক্ত সব প্রতিষ্ঠানে স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তিতে লিখিত পরীক্ষা নেয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে যদিও বিষয়টি ইতোমধ্যে প্রশ্ন উঠেছে যে লিখিত ভর্তিপরীক্ষা নেয়ার মতো বিশ্ববিদ্যালয়টির পর্যাপ্ত সক্ষমতা রয়েছে কি না? এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতেই। আর পরীক্ষাসংক্রান্ত অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে আবারো সভা করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। সেখানেই সব কিছু চূড়ান্ত করা হবে।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে কিভাবে অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ ভর্তি পরীক্ষার ঠিক আগে কিংবা সমসাময়িক সময়ে হবে কি না সেসব বিষয়ও এখনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম গতকাল সন্ধ্যায় নয়া দিগন্তকে জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়টি চূড়ান্ত হয়েছে। পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে সেটিও চূড়ান্ত হয়েছে। তবে এই পরীক্ষা কবে কিভাবে হবে সেটি এখনো ফাইনাল হয়নি। এসব বিষয়ে আগামী সপ্তাহে সভা হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। অন্য একটি সূত্র জানায়, এবার বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতেই পরীক্ষা নেয়া হবে। লিখিত পরীক্ষা গ্রহণের কোনো সুযোগ নেই। কারণ, কয়েক লাখ শিক্ষার্থী প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর লিখিত পরীক্ষা নিয়ে ভর্তি করানো সময়সাপেক্ষ। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোয়ালিটি নিয়ে সম্প্রতি প্রশ্ন ওঠার কারণে এ বছর থেকে মানসম্মত প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত হয়েছে। এতে যারা ভর্তি হচ্ছেন তাদের মান এবং উচ্চশিক্ষায় তাদের যোগ্যতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।


আরো সংবাদ



premium cement
এক মাসের মধ্যে হাসিনার বিরুদ্ধে তদন্তকাজ শেষ করার নির্দেশ অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হওয়া উচিত অস্ট্রিয়ার কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী জলবায়ু ক্ষতিপূরণের অর্থের নিশ্চয়তা পাওয়া যায়নি প্লানটেশন সেক্টরে একাধিক শর্তে কর্মী নেবে মালয়েশিয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত মির্জা ফখরুল ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ য্ক্তুরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদেও সংখ্যায় সর্বোচ্চ রেকর্ড উচ্চ রাজনৈতিক ঝুঁকি ও নিম্ন প্রবৃদ্ধি বিবেচনায় ঋণ মান কমিয়েছে মুডিস আ’লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য : ডা: শফিক বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শহীদদের নামে হবে : তারেক রহমান

সকল