নাফ নদী সীমান্তে ৫ জেলে অপহৃত ১ লাশ উদ্ধার
- উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০, আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০০:৩৪
উখিয়ার নাফ নদী সীমান্ত থেকে মাছ ধরার সময় তিন দিন আগে আরাকান আর্মির সদস্যরা পাঁচ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে যায়। এর মধ্যে ছৈয়দুল বশর (২০) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাকিদের এখনো খুঁজে পাওয়া যায়নি। গতকাল রোববার সকালে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী তথ্য নিশ্চিত করেছেন। চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, গত বৃহস্পতিবার রহমতের বিল এলাকার নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা পাঁচ বাংলাদেশী জেলেকে অপহরণ করে নিয়ে যায়। গত শনিবার স্থানীয়দের খবরে পুলিশের সহযোগিতায় ছৈয়দুল বশরের লাশ উদ্ধার করা হয়। ছৈয়দুল বশর উখিয়ার পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার বাসিন্দা সে মোহাম্মদ হোছনের ছেলে। নিখোঁজ থাকা অপর চারজন হলেন, পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুফ, নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান, জিয়াবুল হকের ছেলে সাইফুল ইসলাম ও মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে ইউসুফ জালাল। উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, গত শনিবার সকালে রহমতের বিল এলাকার নাফ নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উখিয়ার ইউএনও যারীন তাসনিম তাসিন বলেন, অপহরণের ঘটনার পর থেকে বিজিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিখোঁজ চারজনকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। এ বিষয়ে জানতে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকীর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে সাড়া পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা