ইউক্রেনে বড় হামলা রাশিয়ার
- বিবিসি
- ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রায় সর্বত্রই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, রাশিয়া ১২০টি ক্ষেপণাস্ত্র এবং ৯০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। টেলিগ্রামে এক পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তার দেশের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে মস্কো। বেশ কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানান তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলেও উল্লেখ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
জেলেনস্কি আরো জানিয়েছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৪০টির বেশি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, মিকোলাইভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় দুই নারী নিহত হয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা