১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
রংপুরে সমাজকল্যাণ উপদেষ্টা

আমরা স্বাধীনতার পর গণতন্ত্র পাইনি

-

সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, যে কষ্ট আমরা ৫৩ বছর ধরে বহন করেছি এবং মুক্তিযুদ্ধের নামে বার বার ভুল করেছি ২০২৪-এ সেটার অবসান ঘটলো। সেটা আমরা আর দ্বিতীয়বার হতে দিবো না। গতকাল শনিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা ফরিদা আখতার, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল, নিহত সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান।
শারমিন মুরশিদ বলেন, আমরা স্বাধীনতার পরে আমাদের গণতন্ত্র পাইনি। সামনের জায়গায় আমরা দাঁড়াতে পারিনি। এক লক্ষ মুক্তিযোদ্ধাকে খালি হাতে খালি পায়ে গ্রামে ফিরে যেতে হয়েছিল। দেশ গঠনে তাদের কাজে লাগাতে পারিনি। এটা ছিল অন্যায়। তিনি বলেন, আজকে ২০২৪ এর মুক্তিযোদ্ধারা আছেন। যারা ৭১ এর সেই ধারার বাহক, সেই মূল্যবোধের বাহক। বিস্ময়করভাবে দেখতে পাই ২০২৪ এ জন্ম নিলো আরেকটি প্রজন্ম। তারা সেই আদর্শের যুদ্ধে নামলো। তাদের পুনর্বাসন, দেশগড়ার ক্ষেত্রে তাদের কাজে লাগানো এই জায়গাটায় আমরা আর দ্বিতীয়বার বিফল হবো না। শারমিন মুরশিদ বলেন, আমাদের কাজের মধ্যে ত্রুটি হবে, কথার মধ্যে ভুল হবে। আমাদের ওপর রাগ করবেন, আমাদের সমালোচনা করবেন। এমনকি তিরস্কার করবেন; কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না। কারণ, অন্তর থেকে আমরা আপনাদের পাশে আছি।
তিন বিভাগ থেকে উপদেষ্টা না রাখা বৈষম্য কি না এমন প্রশ্নের উত্তরে শারমিন এস মুরশিদ বলেন, ‘তারা (সরকার) আঞ্চলিকতায় বিশ্বাস করে না। দেশের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস যাকে প্রয়োজন মনে করেছেন, তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ নিয়েছেন। আমরা বিভাগ দেখি না, জেলা দেখি না। আমরা শুধু দেশ দেখি। দেশের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা যাদের মনে করেছেন, এই মুহূর্তে জরুরিভাবে একত্র করা দরকার, উনি তাদের একত্র করেছেন। এটা কাউকে ছোট করে নয়, কাউকে বড় করে নয়। আপনারা আঞ্চলিকভাবে চিন্তা করবেন না। এটা বৈষম্য নয়, আপনারা অঞ্চল দিয়ে দেখা বন্ধ করুন। বিগত রেজিমে (আওয়ামী সরকার) ফরিদপুর থেকে কী পরিমাণ লোক এসেছে, ভুলে গেছেন। আমরা সেই আঞ্চলিকতায় বিশ্বাস করি না।’

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন আরো ৬০ দিন বাড়ল সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আ’লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন সংস্কার কমিশন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে

সকল