শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান আজ ব্রাসেল্স যাচ্ছেন
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:৫১
ইউরোপিয়ান শিপার্স কাউন্সিলের উদ্যোগে ১৮-২০ নভেম্বর বেলজিয়ামের ব্রাসেল্স-এ অনুষ্ঠিতব্য এশিয়ান শিপার্স অ্যালায়েন্স (এএসএ) এবং গ্লোবাল শিপার্স অ্যালায়েন্স (জিএসএ) এর বার্ষিক সভায় যোগদানের উদ্দেশে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান ও এশিয়ান শিপার্স অ্যালায়েন্স (এএসএ) এর ভাইস-চেয়ারম্যান মো: রেজাউল করিম আজ ঢাকা ত্যাগ করবেন।
সভায় মেরিটাইম ইস্যুজ; টুওর্য়াড্স সেটিং মিনিমাম সার্ভিস লেভেল প্রাক্টিসেস ইন মেরিটাইম বিষয়ক রাউন্ডটেবিল; সাউন্ড ট্রান্সপোর্ট মার্কেট উইথ ফেয়ার সার্ভিস লেভেল; রেগুলেশন অন ডিফরেস্টেশন-ফি প্রোডাক্টস; লজিস্টিকস ফর ইউরোপিয়ান ২০২৪ কনফারেন্স: এজিলিটি অ্যান্ড রেসিলিয়েন্স ইন ইউরোপিয়ান লজিস্টিক; গ্লোবাল ট্রেড ইন নিড অফ ব্যালেন্সড বিজনেস প্রাক্টিসেস ইন মেরিটাইম সাপ্লাই চেইন; জিএসএ-জিএসএফ ফিউচার ডেভেলপমেন্টস; এএসএ ও জিএসএ ওয়ার্ক প্ল্যান-২০২৫ এবং মেম্বারশিপ ইস্যুজ-এর উপর আলোচনা করা হবে।
বাংলাদেশ ছাড়াও ইউরোপিয়ান, হংকং, ইন্দেনেশিয়া, কোরিয়া, অস্ট্রেলিয়া শিপার্স কাউন্সিল, থাইল্যান্ড ও মালয়েশিয়ান ন্যাশনাল শিপার্স কাউন্সিল ও ম্যাকাও শিপার্স এসোসিয়েশন এবং আমেরিকান এসোসিয়েশন অব এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স এর প্রতিনিধিরাও ওই সভায় যোগদান করবেন।
শিপার্স কাউন্সিলের পরিচালক আরজু রহমান ভুঁইয়া তার সফরসঙ্গী হবেন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা