১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নারী সহকর্মীর শ্লীলতাহানির চেষ্টা রাজউক কর্মকর্তা বরখাস্ত

-

নারী সহকর্মীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রাজধানী উন্নয়ন (রাজউক) কর্তৃপক্ষের জোন-৭ এর পরিচালক শেখ শাহীনুল ইসলামকে বরখাস্ত করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল মো: ছিদ্দিকুর রহমান সরকার স্বাক্ষরিত অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়। রাজউক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
রাজউকের অফিস আদেশে বলা হয়, রাজউক জোন-৭ এর নারী কর্মকর্তা (সহকারী নগর পরিকল্পনাবিদ) রাজউক চেয়ারম্যান বরাবর গত ১০ নভেম্বর একই জোনের পরিচালক শেখ শাহীনুল ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ওই দিন সকাল আনুমানিক ১১ ঘটিকায় শেখ শাহীনুল ইসলাম কুশলাদি বিনিময় করতে উনার রুমে আমাকে এবং সদ্য নিযুক্ত একজন সহকারী অথরাইজড অফিসারকে ডাকেন। কিছুক্ষণ কুশলাদি বিনিময় শেষে ওই সহকারী অথরাইজড অফিসারকে রুম ত্যাগ করতে বলেন এবং আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতা শুরু করেন। এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করেন আমি ড্রিংক্স করি কিনা এবং অফিসে উনার সাথে ড্রিংক্স করার প্রস্তাব দেন। আমি বিনয়ের সাথে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করি। এ পর্যায়ে তিনি উচ্চস্বরে গান গাওয়া শুরু করেন। পরবর্তীতে তিনি আমার চেয়ারের কাছে এসে অত্যন্ত বাজেভাবে অশালীন স্পর্শ করেন। ঘটনার আকস্মিকতায় আমি হতভম্ব হয়ে যাই। দ্রুততর উপায়ে নিজেকে রক্ষা করলেও আমি অত্যন্ত বিমূঢ় ও মানসিকভাবে ট্রমাটাইজড হয়ে যাই। ইতোপূর্বেও তিনি মদ্যপ অবস্থায় অফিসে এসেছেন এবং অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।
রাজউকের আদেশে বলা হয়, শেখ শাহীনুল ইসলামের এহেন কর্মকাণ্ড অপরাধের ধরন ও ভয়াবহতা বিবেচনায় ওই কর্মকাণ্ডের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (কর্মকর্তা-কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৪৩ এর উপবিধি (১) মোতাবেক অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হলো।
জানতে চাইলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) ড. আলম মোস্তফা বলেন, রাজউকে কোনো ধরনের অপকর্মের সুযোগ নেই। অভিযোগ পাওয়ার পর আমরা ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছি। বিভাগীয় মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন আরো ৬০ দিন বাড়ল সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আ’লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন সংস্কার কমিশন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে

সকল