১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইনসাব ভিত্তিক রাষ্ট্র গঠনে শিক্ষকদের অবদান রাখতে হবে : মুহাম্মদ শাহজাহান

-

জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আদর্শ জাতি ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে শিক্ষক সমাজকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষক সেই মেরুদণ্ডের মূল ভিত্তি। আদর্শ শিক্ষক ছাড়া শিক্ষার নৈতিক মান ধরে রাখা অসম্ভব। গতকাল পটিয়ায় একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা শিক্ষক ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত শিক্ষক দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অঞ্চল উপদেষ্টা অধ্যাপক আহসান উল্লাহ, বিশিষ্ট শিক্ষাবিদ ও আইআইইউসির সাবেক প্রোভিসি ড. আবু বকর রফীক আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. আহমদ আলী।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আহসান উল্লাহ বলেন, দুর্নীতি মুক্ত প্রশাসন গঠনে সুশিক্ষার বিকল্প নেই। শিক্ষার প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইসলামী শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে। নৈতিক মানসম্পন্ন মেধাবী শিক্ষক নিয়োগ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু বকর রফীক আহমদ বলেন, ঈমানের মুল ভিত্তি হলো জ্ঞান। ইসলাম ও জাহেলিয়াত এর পার্থক্য সুস্পষ্টভাবে প্রমাণিত করার জন্য কুরআনের জ্ঞানের কোনো বিকল্প নেই।
কুরআন এমন একটি কিতাব যেখানে জ্ঞানের সব দিক বিভাগ সম্পর্কে আল্লাহতায়ালা স্পষ্ট করেছেন।
বিশেষ অতিথি ড. আহমদ আলী বলেন, একজন প্র্যাকক্টিসিং মুসলমানদের জীবনে শিক্ষা নিয়মিত অনুসঙ্গ। প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি থাকলেও জীবন সিলেবাসের শিক্ষা প্রতিনিয়ত বহমান। জীবনে সফলতার জন্য জ্ঞানের সাথে আধ্যাত্মিকতার সংযোগ ঘটলেই মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে।
ফেডারেশনের জেলা সেক্রেটারি অধ্যাপক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষক সম্মেলনে জেলা উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, অধ্যক্ষ মাওলানা বদরুল হক, মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, অধ্যাপক মাহমুদুল হাছান ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী প্রমুখ জেলা ও উপজেলা শিক্ষক দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
ইসরাইলপন্থীদের আধিক্য ট্রাম্পের মন্ত্রিসভায়, অসন্তুষ্ট মুসলিম ভোটাররা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার ‘বাংলাদেশের ২০২৪ সালের বন্যা মোকাবেলা করেছে তরুণ সমাজ’ সংশোধিত বাজেটে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না ১৫ বছরের জঞ্জাল ৩ মাসে দূর করা সম্ভব নয় : তারেক রহমান শেখ মুজিবের ছবির ব্যাপারে ‘ডকট্রিন অব নেসেসিটি’র বিষয় আছে গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে সমর্থন দেবে ব্রিটেন আরো ৬০ দিন বাড়ল সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আ’লীগসহ ২৬ দলের মতামত না চাওয়ার ব্যাখ্যা দিলো নির্বাচন সংস্কার কমিশন পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের নামে ভ্যাটিকানের নতুন উদ্যোগ আমিরাতে সাধারণ ক্ষমার মেয়াদ ২ মাস বেড়েছে

সকল