দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রয়োজন : মাসুদ সাঈদী
- ১৭ নভেম্বর ২০২৪, ০১:৪৮
পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয়, এটি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম সার্বজনীন ধর্ম, শুধুমাত্র মক্কা-মদিনা বা আরব দেশ ও জাতির জন্য নয়, বিশ্বের সব বর্ণ, গোত্র, জাতি, ধনী-গরিব, সাদা-কালো, আরব-অনারব সবার জন্যই প্রেরিত ও একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা এবং আল্লাহর মনোনীত দ্বীন।
মানবরচিত কোনো মতবাদই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। একমাত্র ইনসাফ ও ভারসাম্যপূর্ণ আল্লাহর আইন দ্বারাই আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আর এজন্য প্রয়োজন আল্লাহর আইন ও সৎ লোকের শাসন। ইসলাম প্রতিষ্ঠায় নিবেদিত সংগঠন শহীদী কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশে সৎ, যোগ্য, দক্ষ ও আমানতদার লোক হিসেবে তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়াত হচ্ছে নীতি-নৈতিকতা সম্পন্ন আদর্শ মানুষ গড়ার কারখানা।
আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদী গতকাল কক্সবাজারের চকরিয়া উপজেলার চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত পঞ্চমবার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আলহাজ হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও আলহাজ আনোয়ার হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন চকরিয়া ছাত্রকল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা মুসা বিপ্লব, স্বাগত বক্তব্য রাখেন সভাপতি হাসানুজ্জামান। মাহফিলে প্রধান মুফাসসির ছিলেন জৈনপুরী দরবারের পীর মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। মাহফিলে আরো তাফসির করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসিরউদ্দিন হেলালী, চিরিংগা জামে মসজিদের খতিব অধ্যাপক মাওলানা কফিল উদ্দিন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা